Ajker Patrika

দুর্গাপুরে গুদাম থেকে ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মেছুয়া বাজারের একটি গুদামে গতকাল বুধবার সন্ধ্যায় যৌথ অভিযানে জব্দ চিনি। ছবি: আজকের পত্রিকা
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মেছুয়া বাজারের একটি গুদামে গতকাল বুধবার সন্ধ্যায় যৌথ অভিযানে জব্দ চিনি। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার একটি গুদাম থেকে ৮০ বস্তাভর্তি চার হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে অবৈধ চোরাচালানের সঙ্গে জড়িতরা সটকে পড়ায় তাদের কাউকে আটক করতে পারেনি যৌথ বাহিনী।

গতকাল বুধবার সন্ধ্যায় পৌরসভার মেছুয়া বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান চিনি জব্দের তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মেছুয়া বাজারের মসজিদের পেছনে একটি গুদামে ভারতীয় চিনি মজুত রয়েছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। গুদামটিতে ৮০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৪ হাজার কেজি চিনি রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

আসাদুজ্জামান বলেন, জব্দ চিনি থানা হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

গোয়ালন্দে পিরের আস্তানায় হামলায় ১ জন নিহত, আশঙ্কাজনক ৫

ভূমিকম্পে হতাহত নারীদের উদ্ধার করেনি তালেবান কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত