রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার মরজাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটিয়ারা গ্রামের মান্নান কাজীর বাড়ির পাকা রাস্তা থেকে চাঁন মিয়ার দোকান পর্যন্ত ৯৩০ মিটার রাস্তা পাকাকরণে এই অনিয়মের অভিযোগ উঠেছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, ইটভাটার পরিত্যক্ত ইটের কংক্রিট দিয়ে কাজ চলছে। স্থানীয় যুবক রাসেল মিয়া বলেন, 'এর চেয়ে জমির শুকনো মাটিও অনেক ভালো। এত নিম্নমানের কাজ বেশি দিন টিকবে না।'
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, 'যে ইট দিয়ে রাস্তা করা হচ্ছে, এখান দিয়ে গাড়ি চলতে পারবে কি না, সন্দেহ। রাস্তায় যে ইট ব্যবহার করা হচ্ছে, তাতে এই মৌসুমেই রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তার কাজে ভালো মানের কংক্রিট ব্যবহার ও তদারকির দাবি জানাচ্ছি।'
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজ ৯৩০ মিটার রাস্তা ৭৬ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে কাজটি পায়। কাজটির মেয়াদকাল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজের ঠিকাদার আশিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্না বলেন, 'কয়েক দিন কাজ বন্ধ ছিল। নতুন করে কাজ শুরু করা হয়েছে। বিষয়টি আমার জানা ছিল না। ঠিকাদারকে ফোনে নিম্নমানের কংক্রিট সরানোর কথা বলে দিয়েছি। ভালো মানের কংক্রিট দিয়ে কাজ করার জন্য ঘটনাস্থলে একজন প্রকৌশলীকে পাঠানো হবে।'
নরসিংদীর রায়পুরায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার মরজাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটিয়ারা গ্রামের মান্নান কাজীর বাড়ির পাকা রাস্তা থেকে চাঁন মিয়ার দোকান পর্যন্ত ৯৩০ মিটার রাস্তা পাকাকরণে এই অনিয়মের অভিযোগ উঠেছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, ইটভাটার পরিত্যক্ত ইটের কংক্রিট দিয়ে কাজ চলছে। স্থানীয় যুবক রাসেল মিয়া বলেন, 'এর চেয়ে জমির শুকনো মাটিও অনেক ভালো। এত নিম্নমানের কাজ বেশি দিন টিকবে না।'
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, 'যে ইট দিয়ে রাস্তা করা হচ্ছে, এখান দিয়ে গাড়ি চলতে পারবে কি না, সন্দেহ। রাস্তায় যে ইট ব্যবহার করা হচ্ছে, তাতে এই মৌসুমেই রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তার কাজে ভালো মানের কংক্রিট ব্যবহার ও তদারকির দাবি জানাচ্ছি।'
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজ ৯৩০ মিটার রাস্তা ৭৬ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে কাজটি পায়। কাজটির মেয়াদকাল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজের ঠিকাদার আশিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্না বলেন, 'কয়েক দিন কাজ বন্ধ ছিল। নতুন করে কাজ শুরু করা হয়েছে। বিষয়টি আমার জানা ছিল না। ঠিকাদারকে ফোনে নিম্নমানের কংক্রিট সরানোর কথা বলে দিয়েছি। ভালো মানের কংক্রিট দিয়ে কাজ করার জন্য ঘটনাস্থলে একজন প্রকৌশলীকে পাঠানো হবে।'
রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেপ্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে আমরণ অনশন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই নারী শিক্ষার্থীসহ ৯ জন। অধিকার সচেতন শিক্ষার্থীদের ব্যানারে বাম সংগঠন ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছেন।
৪ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে আটকের কয়েক ঘণ্টা পর পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে চোর সন্দেহে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় পুলিশের কাছে সোপর্দ করেন...
৪ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে মো. রিফাত (২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে খিলগাঁও থানাধীন জোড় পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে
৪ ঘণ্টা আগে