Ajker Patrika

জামালপুরে গ্যাসের সন্ধান পেল বাপেক্স

জামালপুর প্রতিনিধি 
তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। ছবি: আজকের পত্রিকা
তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। জামালপুর-১ অনুসন্ধান কূপে ২ হাজার ৬০০ মিটার গভীরে খননের পর গ্যাস পাওয়া যায়।

গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, অনুসন্ধান কূপে এখন ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) চলমান রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গ্যাসের মজুতের পরিমাণ নির্ধারণ করা হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে সাইসমিক উপাত্তে তারতাপাড়া গ্রামে গ্যাসের সম্ভাব্য উপস্থিতি শনাক্ত করে বাপেক্স। পরে ২০১৪-১৫ অর্থবছরে সাইসমিক সার্ভে এবং ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ-গ্রিড সাইসমিক সার্ভে পরিচালিত হয়। সেইসব উপাত্ত বিশ্লেষণ করে চলতি বছরের ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করা হয়। তিন মাস মেয়াদি এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয় ১৬৮ কোটি টাকা।

গ্যাসের সন্ধান পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারতাপাড়া গ্রামবাসী। স্থানীয় বাসিন্দা শাহাজাহান মিয়া বলেন, ‘গ্যাস পাওয়ায় আমাদের এলাকায় উন্নয়ন হবে, রাস্তাঘাট ভালো হবে। আমরা চাই প্রথমে এখানকার মানুষই গ্যাসের সুবিধা পাক।’

আরেক বাসিন্দা আব্দুস সামাদ বলেন, ‘আমরা গ্যাস প্রকল্পের জন্য জমি দিয়েছি। এখন আশা করছি, এলাকার বেকার সমস্যার সমাধান হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত