নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে আবুল কাশেম (৪৫) নামের এক ইজিবাইকচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আবুল কাশেম উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সমর আলীর ছেলে সুরুজ আলীকে (৪১) আটক করেছে পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কাশেমের স্ত্রী হোসনা আক্তার প্রতিবেশী রফিকুল ইসলামের কাছে অল্প অল্প করে ১ লাখ ৮০ হাজার টাকা জমা রাখেন। গত সপ্তাহে হোসনা আক্তার ওই টাকা চাইতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে গতকাল শনিবার দুপুরে হোসনার স্বামী আবুল কাশেম ইজিবাইক নিয়ে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম ও তাঁর লোকজন কাশেমকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। গতকাল শনিবার রাত ৩টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।
নিহত আবুল কাশেমের ছেলে মো. হিমেল মিয়া বলেন, ‘পাওনা টাকা চাইতে গেলেই তারা ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম আজকের পত্রিকাকে বলেন, খুনের ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ময়মনসিংহের নান্দাইলে আবুল কাশেম (৪৫) নামের এক ইজিবাইকচালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আবুল কাশেম উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সমর আলীর ছেলে সুরুজ আলীকে (৪১) আটক করেছে পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল কাশেমের স্ত্রী হোসনা আক্তার প্রতিবেশী রফিকুল ইসলামের কাছে অল্প অল্প করে ১ লাখ ৮০ হাজার টাকা জমা রাখেন। গত সপ্তাহে হোসনা আক্তার ওই টাকা চাইতে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে গতকাল শনিবার দুপুরে হোসনার স্বামী আবুল কাশেম ইজিবাইক নিয়ে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম ও তাঁর লোকজন কাশেমকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। গতকাল শনিবার রাত ৩টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।
নিহত আবুল কাশেমের ছেলে মো. হিমেল মিয়া বলেন, ‘পাওনা টাকা চাইতে গেলেই তারা ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম আজকের পত্রিকাকে বলেন, খুনের ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে