Ajker Patrika

সরিষাবাড়ীতে ট্রেনে আগুন: জেলা বিএনপির সভাপতিসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৮: ৪৬
সরিষাবাড়ীতে ট্রেনে আগুন: জেলা বিএনপির সভাপতিসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা

হরতালে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় করা মামলায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খানসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে ১০ জনই অজ্ঞাত আসামি। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার আন্তনগর ট্রেনে দেওয়া আগুনের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে প্রধান আসামি করে ৮১ জনের বিরুদ্ধে মামলা করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রাতে জামালপুর রেলওয়ে থানার মামলাটি দায়ের করা হয়। আসামিদের মধ্যে ৪০ জনই অজ্ঞাত, আর এজাহার নামীয় ৪১ জন।

মামলায় রেলের প্রায় কোটি টাকা মূল্যের সম্পদ আগুনে পুড়ে বিনষ্ট হয়ে গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন মামলার বাদী সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের।

গ্রেপ্তার হওয়া বাকি আসামিরা হলেন মুনছের আলী (৩৬), বাবু মিয়া (৫৫), রমজান আলী (৩৫), রেজাউল করিম (৪৫), নজরুল ইসলাম (৩২), সুজন মিয়া (৩৪), রাজা মিয়া (২৬), আশিক মিয়া (১৯), মোরাদ হাসান (২৩) ও মোশারফ হোসেন ওরফে আকাশ (২৫)।

এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলজার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সরিষাবাড়ীতে যাত্রীবাহী ট্রেনের বগিতে দাহ্য পদার্থ দ্বারা আগুন লাগিয়ে কোটি টাকা মূল্যের সরকারি সম্পদ নষ্ট করা হয়েছে। এ অপরাধে পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতিকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিদের আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

গত শনিবার দিবাগত রাতে সরিষাবাড়ী রেলস্টেশন থেকে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। এ সময় আতঙ্কিত কিছু যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সরিষাবাড়ী-তারাকান্দি রেলপথে ট্রেনযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ভোর ৫টায় ট্রেন চলাচল শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত