Ajker Patrika

জামালপুরে ব্যারিস্টার সুমনের গোলে মাতল হাজার হাজার দর্শক

জামালপুর প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ২৮
জামালপুরে ব্যারিস্টার সুমনের গোলে মাতল হাজার হাজার দর্শক

জামালপুরে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম জামালপুর পৌরসভা ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। 

প্রথমার্ধের ৩০ মিনিটের খেলায় ব্যারিস্টার সুমন মাঠে নামেননি। প্রথমার্ধে জামালপুর পৌরসভা ফুটবল একাদশের পক্ষে গোল করেন ১১ নম্বর জার্সি পরিহিত আক্কাস। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জামালপুর পৌরসভা ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ব্যারিস্টার সুমন। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে সমতাসূচক গোল করেন তিনি। ব্যারিস্টার সুমনের গোলে মেতে ওঠেন সমর্থকেরা। 

ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন শান্ত।

ব্যারিস্টার সুমন বলেন, ‘ফুটবলের জন্য জামালপুর বিখ্যাত। এর আগে আমি অনেক স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে অনেক মানুষ সমাগম হতে দেখেছি। জামালপুরে খেলার শখটা দীর্ঘদিনের। আমার সেই শখটা পূরণ করতে সহযোগিতা করেছেন জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু ভাই। আমি যেহেতু এখন সংসদ সদস্য সেই কারণে নিজের এলাকায় থাকতে হয়।

‘কাল রাতে আমি সেখান থেকে ঢাকা এসেছি। এসেই আবার সকাল বেলায় জামালপুরে চলে আসছি। আমি জামালপুরকে হারাতে আসি নাই অথবা আমি জিততে আসি নাই। আমি এসেছি হবিগঞ্জ এবং জামালপুর এই দুই এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য। এই সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল যদি একটু এগিয়ে যায়, তাহলে এই আয়োজনটা সার্থক হবে।’

ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘ফুটবল আমাদের ঐতিহ্য ছিল। যেখানে ভারত অনেক এগিয়ে গেছে। ওরা এখন সারা বিশ্বে প্রতিযোগিতা করে। আর আমরা সাউথ এশিয়ায় টিকতে পারি না, ফার্স্ট রাউন্ডেই বাদ পড়ে যাচ্ছি। আমি চেষ্টা করে যাচ্ছি, যেহেতু ফুটবল আমাদের প্রথম প্রেম ফুটবল। আমরা আবারও মাঠে ফিরতে চাই।’

জামালপুর পৌরসভার আয়োজনে প্রীতি ম্যাচটি শুরুর আগে সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত