Ajker Patrika

আ.লীগ নিষিদ্ধের খুশিতে গরু জবাই করে খাওয়ালেন ‘শিশু বক্তা’ রফিকুল

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৫, ২১: ১৯
পূর্বধলায় গরু জবাই করে বিরিয়ানি খাওয়ালেন মাওলানা রফিকুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা
পূর্বধলায় গরু জবাই করে বিরিয়ানি খাওয়ালেন মাওলানা রফিকুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নেত্রকোনার পূর্বধলায় গরু জবাই করে বিরিয়ানি খাওয়ালেন শিশু বক্তাখ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আজ রোববার বিকেলে উপজেলার লেটিরকান্দায় নিজের মাদ্রাসার সামনে এই গরু জবাই করেন তিনি।

এর আগে শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে রফিকুল ইসলাম মাদানী নিজের ফেসবুক আইডিতে ঘোষণা দেন গরু জবাই করে বিরিয়ানি খাওয়ানোর। তিনি লেখেন, ‘৫ মে রাতে নিরীহ হেফাজতের কর্মীদের ওপর গুলি চালিয়ে পরদিন অনেক জায়গায় আওয়ামী লীগ গরু জবাই করে তা উদ্‌যাপন করেছিল। সবার প্রতি আবেদন থাকবে, আসুন আমরাও ওদের নিষিদ্ধ হওয়া উদ্‌যাপন করি। আমি একটি গরু জবাই দেওয়ার নিয়ত করেছি ইনশা আল্লাহ।’

নিজের ঘোষণা অনুযায়ী গরু জবাই করেন। এরপর গোশত কেটে রান্না করা হয় বিরিয়ানি। মাদ্রাসার দেড় শ শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসীর জন্য সন্ধ্যার পর ভূরিভোজের আয়োজন করা হয়।

জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘সরকার খুনি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছে, এ জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমরা চাই, এই ফ্যাসিস্টকে আইনিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত নিষিদ্ধ করতে হবে। খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করে ফাঁসি দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত