Ajker Patrika

গৌরীপুরে এক সপ্তাহের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১১: ০৬
গৌরীপুরে এক সপ্তাহের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট ভাই আব্দুল ওয়াদুদ (২৫) মারা যান। এর এক সপ্তাহ আগে তাঁর বড়ভাই কদ্দুস মারা গেছেন। তাঁরা উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে। 

জানা যায়, গতকাল সন্ধ্যায় চাচাতো বোনের গায়েহলুদের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে আব্দুল ওয়াদুদ নিহত হন। এক সপ্তাহ আগে ওয়াদুদের বড় ভাই কদ্দুস ঢাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। দুই সন্তানকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন মা-বাবা। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ওয়াদুদের চাচাতো ছোট বোন ইসরাত জাহানের বিয়ে। তাই গতকাল সন্ধ্যায় গায়েহলুদের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান প্রস্তুতির সময় ফ্যানে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

নিহতের চাচাতো ভাই শাহিন আলম বলেন, গত ২২ অক্টোবর আমার ভাতিজা আব্দুল কদ্দুস ঢাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যায়। বড় ছেলের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ছোট ছেলে মারা গেলেন। এতে আমার ভাই ও ভাবি শোকে পাথর হয়ে গেছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, বিয়েবাড়িতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত