Ajker Patrika

জুমার নামাজ পড়তে যাওয়ার পথে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ 

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৩, ১৮: ৩৩
জুমার নামাজ পড়তে যাওয়ার পথে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ 

জামালপুরে ট্রাক ‍ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ইটাইল কান্দাপাড়া গ্রামের ইউসূফ আলীর ছেলে মো. সোলায়মান, সদর আলীর ছেলে আব্দুল মজিদ ও সোবহান আলীর ছেলে জয়নাল মিয়া।

নিহত জয়নাল মিয়ার ভগ্নিপতি বিল্লাল বলেন, শেরপুর জেলার মুর্শিদপুরে এক পীরের বাড়ির মসজিদে জুমার নামাজ পড়তে ইটাইল কান্দাপাড়া থেকে ইজিবাইক নিয়ে বের হন একই গ্রামের সাতজন। বেলা সাড়ে ১১টার দিকে রানাগাছা উত্তরপাড়া এলাকায় ইজিবাইক থামান। এ সময় ময়মনসিংহগামী একটি ট্রাক দ্রুতগতিতে ধাক্কা দেয় ইজিবাইকটিকে। ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় ইজিবাইকটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

বিল্লাল আরও বলেন, চিকিৎসক মো. সোলায়মান ও আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। আহত একজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। ময়মনসিংহ যাওয়ার পথে ইজিবাইকচালক জয়নাল মিয়ার মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, দুর্ঘটনায় আহত বাকিদের অবস্থা আশঙ্কাজনক।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করেছে স্থানীয়রা। তবে ট্রাকের চালককে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত