নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে বিনা মূল্যের চক্ষু শিবির ক্যাম্প পণ্ড করে দেওয়া হয়েছে। নিবন্ধনহীন একটি চক্ষু হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করা হয়েছিল।
কলমাকান্দা চক্ষু হাসপাতালের চিকিৎসক ও চক্ষু শিবিরের আয়োজক ফারহানা ইয়াসমিন ববি বলেন, বিনা মূল্যে চক্ষু চিকিৎসার জন্য দুই দিন ধরে এলাকায় মাইকিং করা হয়। এ ক্যাম্প স্থাপনের জন্য উপজেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়। থানা-পুলিশকেও বিষয়টি জানানো হয়। কিন্তু ‘এনএসবি আই ভিশন’ নামের চক্ষু চিকিৎসা কেন্দ্রের মালিক আবু নইম মো. সেলিম, অপর মালিক অনিরুদ্ধ বসু কয়েকজনকে নিয়ে এই আয়োজন পণ্ড করে দেন।
ফারহানা ইয়াসমিন ববি বলেন, ‘চিকিৎসা ক্যাম্পে এসে তাঁরা আমাদের গালাগাল করেন। অনুমতি নেওয়ার কাগজপত্র দেখতে চান। চিকিৎসকদের সনদপত্র দেখতে চান। প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে জানানো হলেও তাঁরা বলেন, এখানে কিছু করতে হলে নাকি তাঁদের অনুমতি লাগবে। পরে আমাদের সেখান থেকে তুলে দেওয়া হয়।’
ববি আরও বলেন, ‘ফোনে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালেও কোনো প্রতিকার পাইনি। পরে থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ আমাদের সঙ্গে ক্যাম্পে আসে। কিন্তু ততক্ষণে সব রোগী তারা তাড়িয়ে দেয়।’
ক্যাম্পে গিয়ে চিকিৎসকের সনদ ও অনুমতির কাগজপত্র দেখতে চাওয়ার বিষয়টি স্বীকার করেন ‘এনএসবি আই ভিশন’ চক্ষু চিকিৎসা কেন্দ্রের মালিক আবু নইম মো. সেলিম।
অভিযুক্ত অপর মালিক অনিরুদ্ধ বসু বলেন, ‘এই এলাকায় কেউ চক্ষু চিকিৎসা করালে তাঁদের অনুমতির কাগজ বা সনদসহ অন্যান্য বিষয় দেখার এখতিয়ার আমাদের আছে।’ কোন দপ্তর থেকে আপনাদের এই এখতিয়ার দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের এমন প্রশ্ন করার অনুমতি আপনাদের নেই।’ তবে তাঁর নিজের প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স বা অনুমোদন নেই বলে স্বীকার করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কারও অনুমোদন বা সনদ দেখবে প্রশাসন। এনএসবি আই ভিশন চক্ষু চিকিৎসা কেন্দ্রের কারও এসব দেখার এখতিয়ার নেই। বিষয়টি জেনেছি। এ বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনার মোহনগঞ্জে বিনা মূল্যের চক্ষু শিবির ক্যাম্প পণ্ড করে দেওয়া হয়েছে। নিবন্ধনহীন একটি চক্ষু হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজন করা হয়েছিল।
কলমাকান্দা চক্ষু হাসপাতালের চিকিৎসক ও চক্ষু শিবিরের আয়োজক ফারহানা ইয়াসমিন ববি বলেন, বিনা মূল্যে চক্ষু চিকিৎসার জন্য দুই দিন ধরে এলাকায় মাইকিং করা হয়। এ ক্যাম্প স্থাপনের জন্য উপজেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়। থানা-পুলিশকেও বিষয়টি জানানো হয়। কিন্তু ‘এনএসবি আই ভিশন’ নামের চক্ষু চিকিৎসা কেন্দ্রের মালিক আবু নইম মো. সেলিম, অপর মালিক অনিরুদ্ধ বসু কয়েকজনকে নিয়ে এই আয়োজন পণ্ড করে দেন।
ফারহানা ইয়াসমিন ববি বলেন, ‘চিকিৎসা ক্যাম্পে এসে তাঁরা আমাদের গালাগাল করেন। অনুমতি নেওয়ার কাগজপত্র দেখতে চান। চিকিৎসকদের সনদপত্র দেখতে চান। প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে জানানো হলেও তাঁরা বলেন, এখানে কিছু করতে হলে নাকি তাঁদের অনুমতি লাগবে। পরে আমাদের সেখান থেকে তুলে দেওয়া হয়।’
ববি আরও বলেন, ‘ফোনে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালেও কোনো প্রতিকার পাইনি। পরে থানায় গিয়ে অভিযোগ দিলে পুলিশ আমাদের সঙ্গে ক্যাম্পে আসে। কিন্তু ততক্ষণে সব রোগী তারা তাড়িয়ে দেয়।’
ক্যাম্পে গিয়ে চিকিৎসকের সনদ ও অনুমতির কাগজপত্র দেখতে চাওয়ার বিষয়টি স্বীকার করেন ‘এনএসবি আই ভিশন’ চক্ষু চিকিৎসা কেন্দ্রের মালিক আবু নইম মো. সেলিম।
অভিযুক্ত অপর মালিক অনিরুদ্ধ বসু বলেন, ‘এই এলাকায় কেউ চক্ষু চিকিৎসা করালে তাঁদের অনুমতির কাগজ বা সনদসহ অন্যান্য বিষয় দেখার এখতিয়ার আমাদের আছে।’ কোন দপ্তর থেকে আপনাদের এই এখতিয়ার দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের এমন প্রশ্ন করার অনুমতি আপনাদের নেই।’ তবে তাঁর নিজের প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স বা অনুমোদন নেই বলে স্বীকার করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কারও অনুমোদন বা সনদ দেখবে প্রশাসন। এনএসবি আই ভিশন চক্ষু চিকিৎসা কেন্দ্রের কারও এসব দেখার এখতিয়ার নেই। বিষয়টি জেনেছি। এ বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে