Ajker Patrika

নিখোঁজের ২৬ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নিখোঁজের ২৬ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের ২৬ দিন পর কওমী মাদ্রাসার এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে বারহাট্টা থানা-পুলিশ। আজ সোমবার নিখোঁজ মেয়েটিকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর ভুক্তভোগীকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক। 

উদ্ধার হওয়া আঁখি আক্তার (১৫) উপজেলার জীবনপুর দারুল উলুম কওমী মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী। সে সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত ফজল হকের মেয়ে। 

বারহাট্টা থানা সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বারহাট্টা থানা এলাকার জীবনপুর দারুল উলুম কওমী মাদ্রাসাছাত্রী আঁখি আক্তার নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে ভুক্তভোগীর সন্ধান না পাওয়ায় তার মা নুরেজা আক্তার গত শুক্রবার বারহাট্টা থানায় নিখোঁজের জিডি করেন। ওই জিডির পর উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিখোঁজ তরুণীকে ময়মনসিংহের ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করেন। 

এ বিষয়ে বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক আজকের পত্রিকাকে জানান, ‘এই ঘটনায় তরুণীর মা নুরেজা আক্তার আশঙ্কা করছিলেন যে মেয়েটি হয়তো কোনো প্রেমিকের সঙ্গে চলে গেছে। এ জন্য আমরা একজন সন্দেহজনক ছেলের মোবাইল নম্বর ট্রেস করেছি। কিন্তু হঠাৎ একটা নম্বর থেকে মেয়েটির মায়ের কাছে ফোন করে জানানো হয় যে তার মেয়ে ভালুকায় আছে। কিন্তু পরবর্তীতে ওই নম্বরে যোগাযোগ করা হলে সঠিক কোনো ঠিকানা জানায়নি। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে আজ (সোমবার) ওই তরুণীকে ভালুকার সিডস্টোর থেকে উদ্ধার করা হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত