ময়মনসিংহ প্রতিনিধি
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ক্যানসার প্রতিরোধে কার্যকর অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ রঙিন চাল চাষে নতুন সম্ভাবনা উন্মোচন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের একদল গবেষক। তাঁদের গবেষণায় উঠে এসেছে, এই চাল শুধু পুষ্টিগুণে সমৃদ্ধ নয়, এটি বিভিন্ন রোগ প্রতিরোধেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মেলনকক্ষে এসব তথ্য তুলে ধরেন গবেষণা দলের প্রধান অধ্যাপক মো. ছোলায়মান আলী ফকির। সঙ্গে ছিলেন তাঁর গবেষণা দলের সদস্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, স্নাতকোত্তর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও সাগরিকা খাতুন।
গবেষকেরা জানান, রঙিন চাল; বিশেষত লাল ও কালো রঙের চাল সাদা চালের তুলনায় পুষ্টিগুণে অনেক বেশি সমৃদ্ধ। কালো চালে জিংক ও আয়রনের পরিমাণ সাদা চালের তুলনায় ২-৩ গুণ বেশি। প্রতি ১০০ গ্রাম কালো চালে অ্যান্থোসায়ানিনের পরিমাণ ১ হাজার ১২০ থেকে ৭ হাজার ০৩৫ মিলিগ্রাম, যেখানে সাদা চালে এটি প্রায় নেই। কালো চালে প্রতি গ্রামে ফেনল কনটেন্ট ৭ থেকে ১০ মিলিগ্রাম এবং ফ্লাভোনয়েড কনটেন্ট ৫ থেকে ৬ দশমিক ৫ মিলিগ্রাম, যা সাদা চালের তুলনায় অনেক বেশি।
গবেষকেরা বলেন, অ্যান্থোসায়ানিন একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা ক্যানসার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। এটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগ প্রতিরোধেও সহায়ক। এ ছাড়াও রঙিন চালে রয়েছে প্রচুর প্রোটিন, আঁশ এবং অন্যান্য পুষ্টি উপাদান, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
অধ্যাপক মো. ছোলায়মান আলী বলেন, রঙিন চাল চাষ সাধারণ ধানের মতোই সহজ। এটি আমন ও বোরো মৌসুমে চাষ করা যায় এবং দোআঁশ থেকে কাদামাটি পর্যন্ত সব ধরনের জমিতে ভালো ফলন দেয়। সঠিক পরিচর্যায় প্রতি হেক্টর জমিতে সাড়ে তিন টন পর্যন্ত ফলন পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘সাদা চালের তুলনায় রঙিন চালের ফলন কিছুটা কম হলেও এর বাজারমূল্য অনেক বেশি। এটি খিচুড়ি, বিরিয়ানি, মুড়ি, চিড়া এবং পিঠা তৈরিতে উপযোগী হওয়ায় চাহিদা দিন দিন বাড়ছে। তবে পাখি ও রোগবালাইয়ের প্রতি সংবেদনশীল হওয়ায় উন্নত জাত উদ্ভাবন জরুরি।’
সহযোগী গবেষক অধ্যাপক মো. আলমগীর হোসেন জানান, রঙিন চালের পুষ্টিগুণ মূলত বাইরের আবরণে থাকে। আধুনিক মিলে চাল ছাঁটাইয়ের সময় কিছু পুষ্টি উপাদান হারাতে পারে। তবে ঢেঁকিতে তৈরি করা চাল পুষ্টিগুণ প্রায় অক্ষুণ্ন রাখে।
ছোলায়মান আলী বলেন, উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এবং চাষাবাদে আধুনিক কৃষিপ্রযুক্তি প্রয়োগ করলে রঙিন চাল দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই গবেষণা দেশের কৃষি খাতের উন্নয়ন এবং পুষ্টিসমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার পথে এক উল্লেখযোগ্য অগ্রগতি।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ক্যানসার প্রতিরোধে কার্যকর অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ রঙিন চাল চাষে নতুন সম্ভাবনা উন্মোচন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের একদল গবেষক। তাঁদের গবেষণায় উঠে এসেছে, এই চাল শুধু পুষ্টিগুণে সমৃদ্ধ নয়, এটি বিভিন্ন রোগ প্রতিরোধেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মেলনকক্ষে এসব তথ্য তুলে ধরেন গবেষণা দলের প্রধান অধ্যাপক মো. ছোলায়মান আলী ফকির। সঙ্গে ছিলেন তাঁর গবেষণা দলের সদস্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, স্নাতকোত্তর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও সাগরিকা খাতুন।
গবেষকেরা জানান, রঙিন চাল; বিশেষত লাল ও কালো রঙের চাল সাদা চালের তুলনায় পুষ্টিগুণে অনেক বেশি সমৃদ্ধ। কালো চালে জিংক ও আয়রনের পরিমাণ সাদা চালের তুলনায় ২-৩ গুণ বেশি। প্রতি ১০০ গ্রাম কালো চালে অ্যান্থোসায়ানিনের পরিমাণ ১ হাজার ১২০ থেকে ৭ হাজার ০৩৫ মিলিগ্রাম, যেখানে সাদা চালে এটি প্রায় নেই। কালো চালে প্রতি গ্রামে ফেনল কনটেন্ট ৭ থেকে ১০ মিলিগ্রাম এবং ফ্লাভোনয়েড কনটেন্ট ৫ থেকে ৬ দশমিক ৫ মিলিগ্রাম, যা সাদা চালের তুলনায় অনেক বেশি।
গবেষকেরা বলেন, অ্যান্থোসায়ানিন একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা ক্যানসার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। এটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগ প্রতিরোধেও সহায়ক। এ ছাড়াও রঙিন চালে রয়েছে প্রচুর প্রোটিন, আঁশ এবং অন্যান্য পুষ্টি উপাদান, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
অধ্যাপক মো. ছোলায়মান আলী বলেন, রঙিন চাল চাষ সাধারণ ধানের মতোই সহজ। এটি আমন ও বোরো মৌসুমে চাষ করা যায় এবং দোআঁশ থেকে কাদামাটি পর্যন্ত সব ধরনের জমিতে ভালো ফলন দেয়। সঠিক পরিচর্যায় প্রতি হেক্টর জমিতে সাড়ে তিন টন পর্যন্ত ফলন পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘সাদা চালের তুলনায় রঙিন চালের ফলন কিছুটা কম হলেও এর বাজারমূল্য অনেক বেশি। এটি খিচুড়ি, বিরিয়ানি, মুড়ি, চিড়া এবং পিঠা তৈরিতে উপযোগী হওয়ায় চাহিদা দিন দিন বাড়ছে। তবে পাখি ও রোগবালাইয়ের প্রতি সংবেদনশীল হওয়ায় উন্নত জাত উদ্ভাবন জরুরি।’
সহযোগী গবেষক অধ্যাপক মো. আলমগীর হোসেন জানান, রঙিন চালের পুষ্টিগুণ মূলত বাইরের আবরণে থাকে। আধুনিক মিলে চাল ছাঁটাইয়ের সময় কিছু পুষ্টি উপাদান হারাতে পারে। তবে ঢেঁকিতে তৈরি করা চাল পুষ্টিগুণ প্রায় অক্ষুণ্ন রাখে।
ছোলায়মান আলী বলেন, উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন এবং চাষাবাদে আধুনিক কৃষিপ্রযুক্তি প্রয়োগ করলে রঙিন চাল দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এই গবেষণা দেশের কৃষি খাতের উন্নয়ন এবং পুষ্টিসমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার পথে এক উল্লেখযোগ্য অগ্রগতি।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৩ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৮ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৩ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে