Ajker Patrika

মেয়াদ শেষের এক দিন আগে বশেমুবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ালেন শিক্ষকেরা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৬: ২৮
মেয়াদ শেষের এক দিন আগে বশেমুবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ালেন শিক্ষকেরা

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দিস আহমেদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করে জনবল নিয়োগ দেওয়ার অভিযোগে তাঁর কুশপুত্তলিকা পুড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। 

আজ বুধবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এ সময় ওই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা ১০ দফা দাবি ও উপাচার্যের অনিয়ম–দুর্নীতি, স্বজনপ্রীতি করে নিয়োগের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বন্ধ করে সংবাদ সম্মেলনসহ নানান কর্মসূচি পালন করে আসছেন। 

বশেমুবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিস আহমেদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করে জনবল নিয়োগ দেওয়ার অভিযোগে তাঁর কুশপুত্তলিকা পুড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাবিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘২ নভেম্বর থেকে শিক্ষকেরা ১০ দফা দাবি নিয়ে কর্মবিরতিতে রয়েছেন। আমরা এই উপাচার্যের অপসারণ চাই। রাষ্ট্রপতির কাছে আমরা এই দুর্নীতিবাজ উপাচার্যকে অপসারণ করে, বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য আবেদন জানাচ্ছি। গতকাল সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল কিন্তু সেই সিন্ডিকেট সভা হয়নি। উপাচার্য চলে গেছেন। আজও বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আসেননি।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ নভেম্বর জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুবিপ্রবি) চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পান সৈয়দ সামসুদ্দিস আহমেদ। আগামীকাল বৃহস্পতিবার তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। সে হিসাবে তাঁর মেয়াদ শেষ হতে মাত্র এক দিন বাকি।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত