দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে হঠাৎ করেই কাঁচা মরিচ আর পেঁয়াজের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষদের তা কিনতে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তাঁরা।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচাবাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৩০-৩৫ টাকায় আর কাঁচা মরিচ বিক্রি হতো ৫০-৬০ টাকায়। আর খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৪০-৪২, কাঁচা মরিচ বিক্রি হতো ৭০-৮০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজের দাম বেড়ে উপজেলার বিভিন্ন খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা দরে আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছে অঞ্চলের ক্রেতারা।
এ বিষয়ে উপজেলার পৌর শহরের আকন্দপাড়া এলাকার বাসিন্দা ক্রেতা কাজী শফিকুল ইসলাম বলেন, `হঠাৎ করে পেঁয়াজ ও মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় তা কিনতে হিমশিম খাচ্ছি। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাচ্ছি।'
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মো. সবদুল হক বলেন, সীমিত পেনশনের টাকায় এমনিতেই টেনেটুনে সংসার চলে। এরই মধ্যে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেলে অসহায় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। মরিচ-পেঁয়াজের মূল্য বৃদ্ধির পর থেকে তা আর কিনছেন না। এ ব্যাপারে প্রশাসনের বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের খুচরা বিক্রেতা মিজান বলেন, `আড়তদারদের কাছ থেকে কয়েক দিন আগে পেঁয়াজ-মরিচ যে দামে কিনেছি, এখন তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে তো বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।'
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের পাইকারি বিক্রেতা ফারুক ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেন বলেন, `পাবনার পাইকারি হাট থেকে মরিচ-পেঁয়াজ কিনে এনে দেওয়ানগঞ্জ বাজারে পাইকারি বিক্রি করি। পাবনার পাইকারি মোকামে আগের চেয়ে বেশি দামে মরিচ-পেঁয়াজ কিনতে হচ্ছে বিধায় এখানে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।'
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুন মুন জাহান লিজা আজকের পত্রিকাকে বলেন, `মরিচ-পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করছি। শিগগিরই বাজার মনিটরিং করা হবে। বাজার মনিটরিং করতে এরই মধ্যে উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।'
জামালপুরের দেওয়ানগঞ্জে হঠাৎ করেই কাঁচা মরিচ আর পেঁয়াজের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষদের তা কিনতে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তাঁরা।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচাবাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৩০-৩৫ টাকায় আর কাঁচা মরিচ বিক্রি হতো ৫০-৬০ টাকায়। আর খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৪০-৪২, কাঁচা মরিচ বিক্রি হতো ৭০-৮০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজের দাম বেড়ে উপজেলার বিভিন্ন খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা দরে আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছে অঞ্চলের ক্রেতারা।
এ বিষয়ে উপজেলার পৌর শহরের আকন্দপাড়া এলাকার বাসিন্দা ক্রেতা কাজী শফিকুল ইসলাম বলেন, `হঠাৎ করে পেঁয়াজ ও মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় তা কিনতে হিমশিম খাচ্ছি। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাচ্ছি।'
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মো. সবদুল হক বলেন, সীমিত পেনশনের টাকায় এমনিতেই টেনেটুনে সংসার চলে। এরই মধ্যে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেলে অসহায় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। মরিচ-পেঁয়াজের মূল্য বৃদ্ধির পর থেকে তা আর কিনছেন না। এ ব্যাপারে প্রশাসনের বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের খুচরা বিক্রেতা মিজান বলেন, `আড়তদারদের কাছ থেকে কয়েক দিন আগে পেঁয়াজ-মরিচ যে দামে কিনেছি, এখন তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে তো বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।'
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের পাইকারি বিক্রেতা ফারুক ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেন বলেন, `পাবনার পাইকারি হাট থেকে মরিচ-পেঁয়াজ কিনে এনে দেওয়ানগঞ্জ বাজারে পাইকারি বিক্রি করি। পাবনার পাইকারি মোকামে আগের চেয়ে বেশি দামে মরিচ-পেঁয়াজ কিনতে হচ্ছে বিধায় এখানে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।'
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুন মুন জাহান লিজা আজকের পত্রিকাকে বলেন, `মরিচ-পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করছি। শিগগিরই বাজার মনিটরিং করা হবে। বাজার মনিটরিং করতে এরই মধ্যে উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।'
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
২ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
৭ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৪৪ মিনিট আগে