জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা কারাগারের হাজতি শাকিল মাহমুদ জিসান (২৬) অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত জিসান মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে।
শাকিল মাহমুদ জিসানের বাড়ি জামালপুর শহরের কাচারীপাড়া এলাকায়। তাঁর বাবা জামালপুর পৌরসভার সাবেক কমিশনার।
কারাগার সূত্রে জানা যায়, জামালপুর সদর থানা-পুলিশ গত ১৯ ডিসেম্বর মাদক মামলায় শাকিল মাহমুদ জিসানকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। গত মঙ্গলবার কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাঁকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় তাঁর মৃত্যু হয়।
জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার জিসান কারাগারে আসেন। তাঁর বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদকের মামলা ছিল।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত মাদক সেবনের কারণে জিসানের ফুসফুসের বেশির ভাগ অংশ নষ্ট হয়ে যায়।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁকে ঢাকার উত্তরায় দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
জামালপুর জেলা কারাগারের হাজতি শাকিল মাহমুদ জিসান (২৬) অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত জিসান মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে।
শাকিল মাহমুদ জিসানের বাড়ি জামালপুর শহরের কাচারীপাড়া এলাকায়। তাঁর বাবা জামালপুর পৌরসভার সাবেক কমিশনার।
কারাগার সূত্রে জানা যায়, জামালপুর সদর থানা-পুলিশ গত ১৯ ডিসেম্বর মাদক মামলায় শাকিল মাহমুদ জিসানকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। গত মঙ্গলবার কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাঁকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় তাঁর মৃত্যু হয়।
জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার জিসান কারাগারে আসেন। তাঁর বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদকের মামলা ছিল।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত মাদক সেবনের কারণে জিসানের ফুসফুসের বেশির ভাগ অংশ নষ্ট হয়ে যায়।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁকে ঢাকার উত্তরায় দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
২ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৩ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
৩ ঘণ্টা আগে