Ajker Patrika

জামালপুরে হাসপাতালে হাজতির মৃত্যু

জামালপুর প্রতিনিধি
জামালপুরে হাসপাতালে হাজতির মৃত্যু

জামালপুর জেলা কারাগারের হাজতি শাকিল মাহমুদ জিসান (২৬) অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত জিসান মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে যুক্ত ছিলেন বলে জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে। 

শাকিল মাহমুদ জিসানের বাড়ি জামালপুর শহরের কাচারীপাড়া এলাকায়। তাঁর বাবা জামালপুর পৌরসভার সাবেক কমিশনার। 

কারাগার সূত্রে জানা যায়, জামালপুর সদর থানা-পুলিশ গত ১৯ ডিসেম্বর মাদক মামলায় শাকিল মাহমুদ জিসানকে গ্রেপ্তার করে। আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়। গত মঙ্গলবার কারাগারে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাঁকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় তাঁর মৃত্যু হয়। 

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার জিসান কারাগারে আসেন। তাঁর বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদকের মামলা ছিল। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত মাদক সেবনের কারণে জিসানের ফুসফুসের বেশির ভাগ অংশ নষ্ট হয়ে যায়। 

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁকে ঢাকার উত্তরায় দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত