নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া ডি এস দাখিল মাদ্রাসায় তিনটি পদে নিয়োগ-বাণিজ্য নিয়ে ভাগ-বাঁটোয়ারা দ্বন্দ্বের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। তিন দিন ধরে এই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ডি এস দাখিল মাদ্রাসায় একজন নিরাপত্তাকর্মী, একজন পরিচ্ছন্নতাকর্মী এবং একজন আয়া পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিনটি পদে নিয়োগে ১৩ লাখ টাকা নেওয়া হয়েছে। এই টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে যে তিনজনের কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তাঁরা হলেন মাদ্রাসার সুপার তাজুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির ও মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহ আলম।
কথোপকথনে জানা যায়, মাদ্রাসার সভাপতি আব্দুল কাদির নিয়োগ সম্পন্ন করার পর ৩ লাখ টাকা ম্যানেজিং কমিটির অন্য সদস্যের দেওয়ার প্রস্তাব দেন। এতে সদস্যরা রাজি হননি। কথোপকথনের একপর্যায়ে মাদ্রাসার সভাপতি ও সুপারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। একপর্যায়ে সভাপতি আব্দুল কাদির জানান, এসব নিয়োগের ক্ষেত্রে ওই ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া কথোপকথনে সভাপতি এ-ও স্বীকার করেন, নিয়োগের জন্য ১৩ লাখ টাকা নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা শাহ আলম বলেন, ‘অডিও রেকর্ডে যা আছে, সবই সত্য। ম্যানেজিং কমিটির স্বাক্ষর ছাড়াই সুপার ও সভাপতি মিলে নিয়োগ দিয়ে টাকা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছে।’
আব্দুল কাদির মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যে অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, তা শুনেছি। তিনটি পদে আমি সুপার ও ছাত্রলীগের সভাপতি মামুন মিলে নিয়োগ দিয়েছি। তবে টাকাপয়সা নিইনি। এর বেশি কিছু বলতে পারব না।’
তবে এ নিয়ে কথা বলতে মাদ্রাসার সুপারকে একাধিকার মোবাইলে কল করা হলেও তিনি সাড়া দেননি।
এই নিয়োগ-বাণিজ্যের বিষয়ে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, ‘নিয়ম অনুযায়ী নিয়োগ সম্পন্ন হয়েছে। টাকাপয়সা লেনদেনের বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজখবর নিচ্ছি।’
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া ডি এস দাখিল মাদ্রাসায় তিনটি পদে নিয়োগ-বাণিজ্য নিয়ে ভাগ-বাঁটোয়ারা দ্বন্দ্বের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। তিন দিন ধরে এই অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ডি এস দাখিল মাদ্রাসায় একজন নিরাপত্তাকর্মী, একজন পরিচ্ছন্নতাকর্মী এবং একজন আয়া পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিনটি পদে নিয়োগে ১৩ লাখ টাকা নেওয়া হয়েছে। এই টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে যে তিনজনের কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তাঁরা হলেন মাদ্রাসার সুপার তাজুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির ও মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহ আলম।
কথোপকথনে জানা যায়, মাদ্রাসার সভাপতি আব্দুল কাদির নিয়োগ সম্পন্ন করার পর ৩ লাখ টাকা ম্যানেজিং কমিটির অন্য সদস্যের দেওয়ার প্রস্তাব দেন। এতে সদস্যরা রাজি হননি। কথোপকথনের একপর্যায়ে মাদ্রাসার সভাপতি ও সুপারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। একপর্যায়ে সভাপতি আব্দুল কাদির জানান, এসব নিয়োগের ক্ষেত্রে ওই ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া কথোপকথনে সভাপতি এ-ও স্বীকার করেন, নিয়োগের জন্য ১৩ লাখ টাকা নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা শাহ আলম বলেন, ‘অডিও রেকর্ডে যা আছে, সবই সত্য। ম্যানেজিং কমিটির স্বাক্ষর ছাড়াই সুপার ও সভাপতি মিলে নিয়োগ দিয়ে টাকা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছে।’
আব্দুল কাদির মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যে অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, তা শুনেছি। তিনটি পদে আমি সুপার ও ছাত্রলীগের সভাপতি মামুন মিলে নিয়োগ দিয়েছি। তবে টাকাপয়সা নিইনি। এর বেশি কিছু বলতে পারব না।’
তবে এ নিয়ে কথা বলতে মাদ্রাসার সুপারকে একাধিকার মোবাইলে কল করা হলেও তিনি সাড়া দেননি।
এই নিয়োগ-বাণিজ্যের বিষয়ে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, ‘নিয়ম অনুযায়ী নিয়োগ সম্পন্ন হয়েছে। টাকাপয়সা লেনদেনের বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজখবর নিচ্ছি।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে