নেত্রকোনা প্রতিনিধি
ঢাকার তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া চারজনের একজন নেত্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ ঢালী। তিনি জেলা যুবদল সাবেক এই নেতা। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের দিন মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার আগুনে মারা গেছেন বিএনপির এই নেতা। এ সময় ঢালীসহ মোট চারজন আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এর মধ্যে ঢালীসহ তিনজনের বাড়ি নেত্রকোনায়।
অন্য দুইজন হলেন-নেত্রকোনা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বরুনা গ্রামের নাদিরা আক্তার পপি (৩০) ও তার তিন বছর বয়সী ছেলে ইয়াসিন রহমান পিয়াস।
জানা গেছে, ৬৫ বছর বয়সী আব্দুর রশিদ নেত্রকোনা শহরের নাগড়া এলাকার বাসিন্দা। শহরের বড়বাজার এলাকায় তিনি গার্মেন্টস কাপড়ের ব্যবসা করতেন। সোমবার রাতে নেত্রকোনা স্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে চড়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে তেজগাঁও এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু জানান, আব্দুর রশিদ ঢালী বিএনপির নেত্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি। এর আগে তিনি জেলা যুবদলের নেতা ছিলেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
আব্দুর রশিদ ঢালীর মৃত্যুতে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা নিহত আব্দুর রশিদ ঢালীর রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম (পিপিএম) রাত ৯টার দিকে জানান, নাদিরা ও তার সন্তানের লাশ এলাকায় এসে পৌঁছেছে। আব্দুর রশিদ ঢালীর লাশ এখনো এসে পৌঁছেনি। স্বজনরা লাশ নিয়ে এখনো পৌঁছেনি।
ঢাকার তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া চারজনের একজন নেত্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ ঢালী। তিনি জেলা যুবদল সাবেক এই নেতা। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের দিন মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নাশকতার আগুনে মারা গেছেন বিএনপির এই নেতা। এ সময় ঢালীসহ মোট চারজন আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এর মধ্যে ঢালীসহ তিনজনের বাড়ি নেত্রকোনায়।
অন্য দুইজন হলেন-নেত্রকোনা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের বরুনা গ্রামের নাদিরা আক্তার পপি (৩০) ও তার তিন বছর বয়সী ছেলে ইয়াসিন রহমান পিয়াস।
জানা গেছে, ৬৫ বছর বয়সী আব্দুর রশিদ নেত্রকোনা শহরের নাগড়া এলাকার বাসিন্দা। শহরের বড়বাজার এলাকায় তিনি গার্মেন্টস কাপড়ের ব্যবসা করতেন। সোমবার রাতে নেত্রকোনা স্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে চড়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে তেজগাঁও এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু জানান, আব্দুর রশিদ ঢালী বিএনপির নেত্রকোনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি। এর আগে তিনি জেলা যুবদলের নেতা ছিলেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
আব্দুর রশিদ ঢালীর মৃত্যুতে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা নিহত আব্দুর রশিদ ঢালীর রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম (পিপিএম) রাত ৯টার দিকে জানান, নাদিরা ও তার সন্তানের লাশ এলাকায় এসে পৌঁছেছে। আব্দুর রশিদ ঢালীর লাশ এখনো এসে পৌঁছেনি। স্বজনরা লাশ নিয়ে এখনো পৌঁছেনি।
নারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গত এক বছরে বগুড়ায় একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও জেলা পুলিশের সদস্যরা কোথাও লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল বা রাবার বুলেট চালানোর মতো বলপ্রয়োগ করেনি। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৩৭ লাখ জনসংখ্যার এই জেলায় নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও গত বছরের ৫ আগস্টের পর...
৪ ঘণ্টা আগেফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরেরা উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরামের সভাপতি জয়নুল আবেদীন।
৪ ঘণ্টা আগেঅ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটিরিনারি মেডিসিন উভয় ডিসিপ্লিনের সমন্বয়ে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থীরা এ
৪ ঘণ্টা আগে