মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের চার সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁদের মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মধ্য তারতাপাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া ব্যক্তিরা হলেন বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাহীন (৩০), সাইফুল (২০) ও পুত্রবধূ মণিকা (২৩)। তাঁদের মধ্যে বাদশা মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ সাইফুল বলেন, ‘প্রতিদিনের মতো আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকাল হলে দেখি নেশা পান করলে মানুষের যে অবস্থা হয়, সেই অবস্থা আমাদেরও হয়েছে। পরে স্বজনেরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’
বাদশা মিয়ার স্ত্রী সাহারা বেগম বলেন, ‘কে বা কারা আমাদের রান্নাঘরে থাকা গরুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। সেই দুধ খেয়ে আমার স্বামী, সন্তান ও পুত্রবধূ অজ্ঞান হয়ে যায়। তবে এখন পর্যন্ত আমরা কাউকে সন্দেহ করতে পারছি না।’
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলী আহম্মেদ শিমুল বলেন, রাতের খাবার খেয়ে অসুস্থ হওয়া চার রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। বর্তমানে রোগীরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আরশেদ আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে এ বিষয়ে স্বজনেরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুরের মাদারগঞ্জে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের চার সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁদের মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মধ্য তারতাপাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া ব্যক্তিরা হলেন বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাহীন (৩০), সাইফুল (২০) ও পুত্রবধূ মণিকা (২৩)। তাঁদের মধ্যে বাদশা মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ সাইফুল বলেন, ‘প্রতিদিনের মতো আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকাল হলে দেখি নেশা পান করলে মানুষের যে অবস্থা হয়, সেই অবস্থা আমাদেরও হয়েছে। পরে স্বজনেরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’
বাদশা মিয়ার স্ত্রী সাহারা বেগম বলেন, ‘কে বা কারা আমাদের রান্নাঘরে থাকা গরুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। সেই দুধ খেয়ে আমার স্বামী, সন্তান ও পুত্রবধূ অজ্ঞান হয়ে যায়। তবে এখন পর্যন্ত আমরা কাউকে সন্দেহ করতে পারছি না।’
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলী আহম্মেদ শিমুল বলেন, রাতের খাবার খেয়ে অসুস্থ হওয়া চার রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। বর্তমানে রোগীরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আরশেদ আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে এ বিষয়ে স্বজনেরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
১৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১৪ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
১৫ মিনিট আগে