মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের চার সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁদের মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মধ্য তারতাপাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া ব্যক্তিরা হলেন বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাহীন (৩০), সাইফুল (২০) ও পুত্রবধূ মণিকা (২৩)। তাঁদের মধ্যে বাদশা মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ সাইফুল বলেন, ‘প্রতিদিনের মতো আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকাল হলে দেখি নেশা পান করলে মানুষের যে অবস্থা হয়, সেই অবস্থা আমাদেরও হয়েছে। পরে স্বজনেরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’
বাদশা মিয়ার স্ত্রী সাহারা বেগম বলেন, ‘কে বা কারা আমাদের রান্নাঘরে থাকা গরুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। সেই দুধ খেয়ে আমার স্বামী, সন্তান ও পুত্রবধূ অজ্ঞান হয়ে যায়। তবে এখন পর্যন্ত আমরা কাউকে সন্দেহ করতে পারছি না।’
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলী আহম্মেদ শিমুল বলেন, রাতের খাবার খেয়ে অসুস্থ হওয়া চার রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। বর্তমানে রোগীরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আরশেদ আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে এ বিষয়ে স্বজনেরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুরের মাদারগঞ্জে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের চার সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁদের মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মধ্য তারতাপাড়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া ব্যক্তিরা হলেন বাদশা মিয়া (৫৫), তাঁর ছেলে শাহীন (৩০), সাইফুল (২০) ও পুত্রবধূ মণিকা (২৩)। তাঁদের মধ্যে বাদশা মিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অসুস্থ সাইফুল বলেন, ‘প্রতিদিনের মতো আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকাল হলে দেখি নেশা পান করলে মানুষের যে অবস্থা হয়, সেই অবস্থা আমাদেরও হয়েছে। পরে স্বজনেরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’
বাদশা মিয়ার স্ত্রী সাহারা বেগম বলেন, ‘কে বা কারা আমাদের রান্নাঘরে থাকা গরুর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। সেই দুধ খেয়ে আমার স্বামী, সন্তান ও পুত্রবধূ অজ্ঞান হয়ে যায়। তবে এখন পর্যন্ত আমরা কাউকে সন্দেহ করতে পারছি না।’
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলী আহম্মেদ শিমুল বলেন, রাতের খাবার খেয়ে অসুস্থ হওয়া চার রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। বর্তমানে রোগীরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আরশেদ আলী বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে এ বিষয়ে স্বজনেরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে