Ajker Patrika

শেরপুরে অপহরণের ৬ দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

শেরপুর প্রতিনিধি
শেরপুরে অপহরণের ৬ দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

শেরপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) অপহরণের পর ছয় দিন পেরিয়ে গেলেও স্কুলছাত্রী কিংবা অভিযুক্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার রাতে শহরের দমদমা কালিগঞ্জ এলাকা থেকে ওই স্কুলছাত্রী অপহরণ হয়। 

অপহৃত স্কুলছাত্রী শহরের দিঘারপাড় মহল্লার এক ব্যবসায়ীর মেয়ে ও সজবরখিলা এলাকার মমতাজ বেগম মেমোরিয়াল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্রী। 

অপহরণের ঘটনায় সদর থানায় দিঘারপাড় মহল্লার মৃত জহুর আলী খলিফার ছেলে মো. মমিন মিয়াকে (২৬) প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় অন্য আসামিরা হলেন-দিঘারপাড় মো. শামীম মিয়া (২৫), মো. জুবাইদুল (৩২), মো. রায়হান (২৫) ও পার্শ্ববর্তী প্রতাবিয়া এলাকার মো. শাকিল মিয়া (২০)। 

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শেরপুরের দমদমা কালিগঞ্জ মহল্লায় জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠান শেষে মাকে নিয়ে বাড়ি ফিরতে রাস্তায় অটোরিকশার জন্য অপেক্ষা করছিল ওই স্কুলছাত্রী। এ সময় মমিন মিয়া তাঁর কতিপয় সহযোগী নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মমিন মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গত রোববার তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। অন্যদিকে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আসামিরা। 

স্কুলছাত্রীর বাবা বলেন, মমিন বেশ কিছুদিন যাবৎ আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। মমিনসহ তাঁর কয়েকজন সহযোগী মিলে আমার নাবালিকা মেয়েকে অপহরণ করেছে। আমি আমার মেয়েকে দ্রুত উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। 

এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মিঞা মো. জোবায়ের খালিদ বলেন, ঘটনার পর থেকেই আসামিরা নিজ নিজ মোবাইল বন্ধ করে পলাতক রয়েছেন। ভিকটিমকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত