Ajker Patrika

ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জামালপুরের ইসলামপুর উপজেলায় শাপলা বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

শাপলা বেগম ওই এলাকার মোজাফফর প্রমানিকের মেয়ে। 

স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেলে সাড়ে ৫টার দিকে বাবার বসত ঘরে আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে শাপলা বেগম ঝুলতে থাকে। স্বজনেরা টের পেয়ে ঘরের বেড়া কেটে লাশ মাটিতে নামায়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য হুমায়ুন রশীদ দুলাল বলেন, শাপলা বেগমের বাবা-মা হজ করতে সৌদি আরবে গেছেন। প্রায় ৩ বছর আগে একই উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে জাহিদুল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় শাপলার। দীর্ঘদিন থেকে শাপলা তাঁর এক বছর বয়সী মেয়েকে বাবার বাড়িতে থাকতেন। 

শাপলা বেগমের স্বামী জাহিদুল মিয়া বলেন, ‘শাপলা বেগমের সঙ্গে সুখে-শান্তিতে সংসার চলছিল। কী কারণে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, সেটা ভাবতে পারছি না।’ 

ইসলামপুরের ডিগ্রিচর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত