নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হুমাইশা আক্তার (৫) নামে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কানুরামপুর ত্রিশাল সড়কের কানুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় হুমাইশা আক্তার আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হুমাইশা আক্তারকে মৃত ঘোষণা করেন।
নিহত হুমাইশা উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। সে কানুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের ১ম শিফট ছুটি হলে হুমাইশা দৌড়ে সড়ক পার হতে গিয়ে ড্রাম ট্রাকের চাপায় মারাত্মক আহত হয়। আহত অবস্থায় বিদ্যালয়ের মাঠে ঝালমুড়ি বিক্রেতা ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কণিকা রানী দাশ বলেন, ‘বিদ্যালয়ের প্রথম শিফট ছুটির পরে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় আহত হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।’
মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার শিউলি বলেন, ‘শিশু শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। বিদ্যালয় ছুটির পর শিক্ষকদের অবশ্যই একটু খেয়াল রাখা প্রয়োজন।’
নিহতের বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। সড়ক দুর্ঘটনায় শিশু মারা গেছে এমন সংবাদ আমরা পাইনি। এ বিষয়ে কেউ অবহিত করেনি।’
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হুমাইশা আক্তার (৫) নামে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কানুরামপুর ত্রিশাল সড়কের কানুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় হুমাইশা আক্তার আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হুমাইশা আক্তারকে মৃত ঘোষণা করেন।
নিহত হুমাইশা উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। সে কানুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের ১ম শিফট ছুটি হলে হুমাইশা দৌড়ে সড়ক পার হতে গিয়ে ড্রাম ট্রাকের চাপায় মারাত্মক আহত হয়। আহত অবস্থায় বিদ্যালয়ের মাঠে ঝালমুড়ি বিক্রেতা ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কণিকা রানী দাশ বলেন, ‘বিদ্যালয়ের প্রথম শিফট ছুটির পরে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় আহত হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।’
মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার শিউলি বলেন, ‘শিশু শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। বিদ্যালয় ছুটির পর শিক্ষকদের অবশ্যই একটু খেয়াল রাখা প্রয়োজন।’
নিহতের বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। সড়ক দুর্ঘটনায় শিশু মারা গেছে এমন সংবাদ আমরা পাইনি। এ বিষয়ে কেউ অবহিত করেনি।’
বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে পায়রা নদীর মোহনায় ভেসে উঠেছে একটি মৃত ডলফিন। আজ শুক্রবার বেলা ১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্রসৈকত–সংলগ্ন নদীর তীরে স্থানীয় জেলেরা ডলফিনটির মরদেহ দেখতে পান।
১৪ মিনিট আগেঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই নারী, এক শিশুসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান চালিয়ে তাদের আটক করে।
১৬ মিনিট আগেকবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার রাখাইনে কথিত মানবিক করিডর দেওয়ার বিরোধিতা করে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়। আজ শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে আবারও নির্বাচিত সরকার হিসেবে দাবি করে...
২৫ মিনিট আগেবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বা অন্য কমিশনের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
২৯ মিনিট আগে