Ajker Patrika

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হুমাইশা আক্তার (৫) নামে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কানুরামপুর ত্রিশাল সড়কের কানুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় হুমাইশা আক্তার আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হুমাইশা আক্তারকে মৃত ঘোষণা করেন। 

নিহত হুমাইশা উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। সে কানুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের ১ম শিফট ছুটি হলে হুমাইশা দৌড়ে সড়ক পার হতে গিয়ে ড্রাম ট্রাকের চাপায় মারাত্মক আহত হয়। আহত অবস্থায় বিদ্যালয়ের মাঠে ঝালমুড়ি বিক্রেতা ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কানুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কণিকা রানী দাশ বলেন, ‘বিদ্যালয়ের প্রথম শিফট ছুটির পরে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় আহত হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।’ 

মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার শিউলি বলেন, ‘শিশু শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। বিদ্যালয় ছুটির পর শিক্ষকদের অবশ্যই একটু খেয়াল রাখা প্রয়োজন।’ 

নিহতের বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। সড়ক দুর্ঘটনায় শিশু মারা গেছে এমন সংবাদ আমরা পাইনি। এ বিষয়ে কেউ অবহিত করেনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত