Ajker Patrika

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১ 

প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৭: ৪১
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১ 

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ট্রাক-পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার পটিয়ামার গ্রামের আজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৫) ও একই উপজেলার জঙ্গলদি গ্রামের দুদু শেখের ছেলে আজিজুর রহমান (৪৮)। দুর্ঘটনায় আহত হয়েছেন পিকআপের চালক।

জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়কের ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন জানান, চার লেন সড়কের উপজেলার নিশিন্দা এলাকায় মালবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। অপর দিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুত গতির একটি পিকআপ ওই দাঁড়ানো ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে দাঁড়ানো ট্রাকের নিচে ঢুকে যায়।

তিনি আরও বলেন, `খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে পিকআপটি বের করি। এ সময় ট্রাকের সামনের অংশ কেটে পিকআপচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত