Ajker Patrika

ভালুকের শরীরে পচন, ময়মনসিংহে আ.লীগ নেতার অবৈধ মিনি চিড়িয়াখানা সিলগালা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১০: ২০
ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানায় আজ মঙ্গলবার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযান। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানায় আজ মঙ্গলবার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযান। ছবি: আজকের পত্রিকা

খাঁচার ভেতর দুটি ভালুক। একটির শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে। পচন ধরে প্রাণীটির পায়ের অংশবিশেষ বিচ্ছিন্নও হয়ে গেছে। একই করুণ দশা ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানার সব পশুপাখির।

১২ বছর ধরে অবৈধভাবে চলছিল এই চিড়িয়াখানা। অবশেষে আজ মঙ্গলবার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সেখানে অভিযান চালিয়ে চিড়িয়াখানাটি সিলগালা করেছে। জব্দ করেছে ৪৮টি বন্যপ্রাণী।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, নিয়মবহির্ভূতভাবে ৪৮টি দেশীয় প্রাণী ছিল চিড়িয়াখানাটিতে। অথচ পশুপাখির জন্য এর পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। জব্দ পাখির মধ্যে ২৭টি আমরা নিয়ে যাচ্ছি। বাকিগুলো চিকিৎসার জন্য এখানেই থাকবে। এখন থেকে আর চিড়িয়াখানাটিতে দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। চিড়িয়াখানাটির কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভালুকের করুণ দশার বিষয়ে কামাল হোসেন নামের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানার এক কর্মচারী বলেন, পচন ধরা অংশ বিচ্ছিন্ন হলে স্থানীয় প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সারিয়ে তোলার চেষ্টা চলছে।

ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানায় আজ মঙ্গলবার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযান। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানায় আজ মঙ্গলবার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযান। ছবি: আজকের পত্রিকা

অতিরিক্ত দুর্বল হওয়ায় শরীরে পচন ধরা ভালুকটিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানান বন্য প্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ভালুকটির নিয়মিত চিকিৎসা করবেন। সুস্থ হলে আমরা নিয়ে যাব। জব্দ প্রাণীগুলোর মধ্যে কিছু গাজীপুরের সাফারি পার্কে রাখা হবে। বাকিগুলো অবমুক্ত করা হবে।’

জানা গেছে, ২০১৩ সালে জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে বেসরকারি ব্যবস্থাপনায় চিড়িয়াখানা গড়ে তোলা হয়। দীর্ঘ ১২ বছর যাবৎ চিড়িয়াখানাটি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কমিশনার মাহবুবুর রহমান দুলাল পরিচালনা করে আসছিলেন। তিনি তৎকালীন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর অনুসারী হিসেবে পরিচিত।

শুরুতে হরিণ, ভালুক, কুমির, হনুমান, গাধা, অজগরসহ ২৪ প্রজাতির প্রাণী ছিল সেখানে। তবে মেছো বাঘের মৃত্যুর পর বর্তমানে সেখানে ২৩ প্রজাতির ১১৪টি প্রাণী আছে। ৩০ টাকায় টিকিট কেটে দর্শনার্থীরা চিড়িয়াখানাটিতে ঢুকতে পারতেন।

চিড়িয়াখানার কর্মকর্তা মিজানুর রহমান মামুন বলেন, তৎকালীন পৌরসভার মেয়র প্রয়াত মাহমুদ আল নূর তারেক মিনি চিড়িয়াখানাটির অনুমতি দেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ২ নম্বর প্যানেল মেয়র মাহবুবুর রহমানের শ্যালক সেলিম মিয়া চিড়িয়াখানাটির জায়গা বরাদ্দ নিয়েছিলেন।

গত বছরের ৪ আগস্ট সবাই গা ঢাকা দিলে চিড়িয়াখানাটির দায়িত্ব নেন নগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মামুন। সম্প্রতি চিড়িয়াখানার ভেতরে থাকা একটি ভালুকের শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়ালে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ঘটনাটি জানতে পেরে অভিযান পরিচালনা করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বর্তমানে এই চিড়িয়াখানার মালিক ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কমিশনার মাহবুবুর রহমান দুলাল একটি মামলায় কারাবন্দি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত