Ajker Patrika

দুর্গাপুরে অসুস্থ বীর মুক্তিযোদ্ধার বিষপানে আত্মহত্যা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
আপডেট : ১৯ মে ২০২৫, ১১: ০৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিষপান করে অসুস্থ হওয়ার পর সন্তোষ দেবনাথ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা হাসপাতালে মারা গেছেন। গতকাল রোববার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান।

সন্তোষ উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের মৃত হৃদয় দেবনাথের ছেলে। সন্তোষ দেবনাথের দুই ছেলেই সরকারি চাকরিজীবী এবং তিনি অনেক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

আজ সোমবার (১৯ মে) সকালে দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৭টার দিকে নিজ ঘরে বিষপান করে ছটফট করতে থাকেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ। টের পেয়ে তাঁর স্ত্রী পুষ্প দেবনাথ (৫৫) চিৎকার করতে থাকেন।

পরে বাড়ির অন্যান্য লোকজন এসে বীর মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে অটোরিকশাযোগে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

দুর্গাপুর থানার ওসি বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃতের মরদেহ আজ (সোমবার) ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত