Ajker Patrika

বকশীগঞ্জ সেতু ভেঙে দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর) 
বকশীগঞ্জ সেতু ভেঙে দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

জামালপুরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীর পাড়া গ্রামের কাঁটাখালি খালের ওপর নির্মিত সেতুটি তিন বছর আগে পানির স্রোতে ভেঙে গেছে। এর পর থেকেই নিয়মিত দুর্ভোগ পোহাচ্ছেন পাঁচ গ্রামের মানুষ। 

ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্র জানা যায়, গত তিন বছরে আগে সেতুটি বন্যার পানির স্রোতে ভেঙে যায়। এরপর থেকে দুর্ভোগ পোহাচ্ছে এই এলাকার মানুষ। বর্ষাকালে নৌকা দিয়ে খালের ওই অংশে চলাচলের ঝুঁকি বেড়ে যায়। 

সরেজমিনে দেখা যায়, সেতুটি শুধু দুইটি পিলার রয়েছে। সেতুটি বাকি অংশ অংশগুলো পানির নিচে পাড়ে আছে। বিকল্প রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে লোকজন। 

এলাকাবাসী জানান, তিন বছরের ধরে সেতুটি ভেঙে পড়ে আছে। বাংগালপাড়া, কলাকান্দা, ডেরুর বিল কলাকান্দা গ্রামের প্রায় ৮ হাজার মানুষকে নৌকা দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হয়। এলাকাবাসীর পুনরায় সেতুটি নির্মাণ করার দাবি জানান। 

ওই গ্রামের কৃষক আলম মিয়া বলেন, অনেক দিনে ধরে এই ব্রিজটি এইভাবে ভেঙে আছে। আমাদের গ্রামের বেশির ভাগ মানুষ কৃষক। শাক-সবজি নিয়ে বিক্রি করা যাচ্ছে না। তা ছাড়া কৃষিপণ্যের সঠিক দামও পাচ্ছেন না। 

একই এলাকার রহমান গাজী বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় বন্যার সময় নৌকা দিয়ে পারাপার হতে হয়। রাতে কেউ যদি অসুস্থ হয় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। সেতুটি ভেঙে যাওয়ার কারণে কোনো গাড়ি-ঘোড়া চলে না। 

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বলেন, `তিন বছর আগে সেতুটি ভেঙে গেছে। তারপর থেকেই শুরু হয় প্রায় পাঁচ গ্রামের মানুষের ভোগান্তি। ভেঙে যাওয়ার পর ওই জায়গাতে আমি দুইবার আমার নিজ অর্থায়নে বাঁশের সাঁকো দিয়েছিলাম। দুই বছরের দুই বন্যায় ভেসে নিয়ে যায় সাঁকো। উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ারের ও ইউএনও এর সাথে এই ভাঙা ব্রিজ নিয়ে একাধিকবার আলোচনা করেছি।' 

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার বলেন, `বিষয়টি আমি জেনেছি এমপি মহোদয়ের সাথে ওই ভাঙা ব্রিজ নিয়ে আলোচনা করে দ্রুত সমাধান করব।' 

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম বলেন, ব্রিজটি ২০১৮ সালের বন্যায় ভেঙে গেছে। ব্রিজটি পুনরায় নির্মাণ করার জন্য প্রস্তাব পাঠিয়েছি। এখন ও ব্রিজটির অনুমোদন আসে নাই। এ বিষয়ে এমপি স্যারের সুদৃষ্টি কামনা করছি। 

দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, ওই ব্রিজটি প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয় থেকে এলজিইডিতে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত