Ajker Patrika

ঘরে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, এতিম হলো দুই শিশু

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ২২: ০৭
ঘরে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, এতিম হলো দুই শিশু

নেত্রকোনার কলমাকান্দায় ঘরের ভেতর স্টিলের আলমারি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে উপজেলার কৈলাটী ইউনিয়নের বিষমপুর গ্রামের কান্দারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন উপজেলার কৈলাটী ইউনিয়নের বিষমপুর গ্রামের কান্দারবাড়ীর মো. সাইদুল ইসলাম (৩০) এবং তাঁর স্ত্রী আফছানা আক্তার (২৫)। তাঁদের ১০ বছর বয়সী একটি ছেলে ও ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। 

ঘটনাস্থলে থাকা কৈলাটী ইউনিয়নের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন সন্ধ্যা ৬টার দিকে জানান, ঘরের ভেতরে থাকা একটি স্টিলের আলমারি স্বামী-স্ত্রী মিলে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছিলেন। এ সময় পেছনে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে আলমারির ওপর পড়লে দুজনই বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন আসে। 

চেয়ারম্যান বলেন, ‘এটি যেহেতু একটি দুর্ঘটনা, তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার ব্যবস্থা করা হবে। এরই মধ্যে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।’ 

সাইদুলের বাবা তাজুল ইসলাম বলেন, ‘আমি গোসল করে জোহরের নামাজ পড়ে খাওয়াদাওয়া করে সাইদুলের সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি দুজনই নিথর হয়ে পড়ে আছে। পরে চিৎকার দিলে প্রতিবেশীরা দৌড়ে আসে। ততক্ষণে তারা মারা গেছে।’ 

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত