Ajker Patrika

ইমামের বিরুদ্ধ ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
ইমামের বিরুদ্ধ ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

জামালপুরের মেলান্দহে মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম শরিফুল ইসলামের (৩৫) বিরুদ্ধে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে অতিরিক্ত রক্তক্ষরণ হাওয়ায় শিশুটিকে প্রথমে জামালপুর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পাঠানো হয়।

ধর্ষণের ঘটনার পর ওই শিশুর চাচা বাদী হয়ে মেলান্দহ থানায় ধর্ষণ মামলা করেছেন। এদিকে ঘটনার পর অভিযুক্ত শরিফুল ইসলাম পালিয়েছেন। তিনি স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় শিক্ষকতা ও মসজিদে ইমামতি করতেন।

স্থানীয়রা জানান, শরিফুল ইসলাম গতকাল বিকেলে পড়ার কথা বলে শিশুটিকে তাঁর ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে রক্তক্ষরণ শুরু হলে শিশুটি কান্না করতে করতে বাড়িতে যান। পরে শিশুটি পরিবারের সদস্যদের এ ঘটনা। পরে রক্তক্ষরণ বন্ধ না হলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে ওই শিশুকে দেখতে গিয়েছিলাম। অভিযুক্ত এ ঘটনার পর পলাতক রয়েছেন। ওই শিশুর চাচা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত