Ajker Patrika

ময়মনসিংহে বিএনপির ১৭ নেতা রিমান্ডে

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিএনপির ১৭ নেতা রিমান্ডে

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার মামলায় ময়মনসিংহে বিএনপির ১৭ নেতার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক রাজিবুল হাসান তালুকদার এই আদেশ দেন। 

জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিজ্ঞ আদালতে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ 

এর আগে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দায়ের হওয়া মামলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এই ১৭ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) ও থানা-পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের বাড়ি ভাঙচুর, নগরীর শিববাড়ি রোডে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দায়ের করা পৃথক তিনটি মামলায় এই আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। 

বিএনপির নেতারা হলেন–মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ ওরফে লিটন, দক্ষিণ জেলা বিএনপির কোষাধ্যক্ষ রতন আকন্দ, দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জনি, বাকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত