দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের (বাহাছাস) নবম জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাতে বিরিশিরি কালচারাল একাডেমি হলরুমে অনুষ্ঠিত সম্মেলনের শেষ পর্বে কাউন্সিল অধিবেশনে অন্তর হাজংকে সভাপতি এবং শ্রীবন হাজং অক্ষয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
দিনব্যাপী এই দ্বিবার্ষিক সম্মেলনের সূচনা হয় সকালেই। উদ্বোধন করেন হাজং জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক মতিলাল হাজং। সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা’।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি জিতেন্দ্র হাজং। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশীষ হাজং ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রিজম হাজং। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অন্তর হাজং। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরদিন্দু সরকার স্বপন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং ও সাধারণ সম্পাদক নয়ন হাজং, হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং, নারী নেত্রী সন্ধ্যা রানী হাজং ও শেফালী হাজং, হাজং নেতা পিযুষ কান্তি হাজং এবং রিপন চন্দ্র বানাই।
বিকেলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজং শিল্পীরা নিজেদের সংস্কৃতি তুলে ধরে নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
রাতের কাউন্সিল অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যের মধ্যে আংশিক কমিটি ঘোষণা করা হয়। বাকি সদস্যদের নাম আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
ঘোষিত আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি: প্রিজম হাজং, পূঁজা হাজং ঋতু, বাঁধন হাজং
সহসাধারণ সম্পাদক: দিপা রানী হাজং নীলা, মামুন হাজং
সাংগঠনিক সম্পাদক: যুগান্তর হাজং শতাব্দী, কিশোর হাজং, দীপ হাজং
দপ্তর সম্পাদক: নিউটন হাজং
সহদপ্তর সম্পাদক: প্রান্ত হাজং, বিজয় কৃষ্ণ হাজং
সাংস্কৃতিক সম্পাদক: স্বপ্নীল হাজং পৃথী
সহসাংস্কৃতিক সম্পাদক: পৌষী হাজং পূজা
নবনির্বাচিত সভাপতি অন্তর হাজং বলেন, ‘হাজং জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার ঐক্য এবং সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে।’
নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের (বাহাছাস) নবম জাতীয় সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) রাতে বিরিশিরি কালচারাল একাডেমি হলরুমে অনুষ্ঠিত সম্মেলনের শেষ পর্বে কাউন্সিল অধিবেশনে অন্তর হাজংকে সভাপতি এবং শ্রীবন হাজং অক্ষয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
দিনব্যাপী এই দ্বিবার্ষিক সম্মেলনের সূচনা হয় সকালেই। উদ্বোধন করেন হাজং জাতিসত্তার বিশিষ্ট লেখক ও গবেষক মতিলাল হাজং। সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা’।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি জিতেন্দ্র হাজং। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আশীষ হাজং ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রিজম হাজং। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অন্তর হাজং। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরদিন্দু সরকার স্বপন হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং ও সাধারণ সম্পাদক নয়ন হাজং, হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং, নারী নেত্রী সন্ধ্যা রানী হাজং ও শেফালী হাজং, হাজং নেতা পিযুষ কান্তি হাজং এবং রিপন চন্দ্র বানাই।
বিকেলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজং শিল্পীরা নিজেদের সংস্কৃতি তুলে ধরে নৃত্য ও সংগীত পরিবেশন করেন।
রাতের কাউন্সিল অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যের মধ্যে আংশিক কমিটি ঘোষণা করা হয়। বাকি সদস্যদের নাম আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
ঘোষিত আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি: প্রিজম হাজং, পূঁজা হাজং ঋতু, বাঁধন হাজং
সহসাধারণ সম্পাদক: দিপা রানী হাজং নীলা, মামুন হাজং
সাংগঠনিক সম্পাদক: যুগান্তর হাজং শতাব্দী, কিশোর হাজং, দীপ হাজং
দপ্তর সম্পাদক: নিউটন হাজং
সহদপ্তর সম্পাদক: প্রান্ত হাজং, বিজয় কৃষ্ণ হাজং
সাংস্কৃতিক সম্পাদক: স্বপ্নীল হাজং পৃথী
সহসাংস্কৃতিক সম্পাদক: পৌষী হাজং পূজা
নবনির্বাচিত সভাপতি অন্তর হাজং বলেন, ‘হাজং জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অধিকার ঐক্য এবং সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে