ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের ছয় মাসেও জামালপুরের ইসলামপুর, বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের সরকারি ওয়েবসাইটগুলোতে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
গত এক সপ্তাহ ধরে সবশেষ আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরকারি ওয়েব সাইটগুলো (তথ্য বাতায়ন) পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে। যার স্ক্রিনশট আজকের পত্রিকার প্রতিবেদকের কাছে রয়েছে।
ওয়েবসাইট ঘেঁটে জানা যায়, ইসলামপুর উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ), সাব-রেজিস্ট্রার কার্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজারসহ বিভিন্ন কার্যালয়ের সরকারি ওয়েবসাইটের কভার ফটোতে রয়েছে শেখ হাসিনার ছবি।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, এ উপজেলার সরকারি ওয়েব সাইডগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার বিষয়টি আমার জানা নেই। অনেক আগে ভাগেই প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের ওয়েবসাইটের তথ্যাদি হালনাগাদ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছবি সরানোর কথা বলা হয়েছে। এখনো যদি ওয়েবসাইট হালনাগাদ না করা হয়ে থাকে, সে ক্ষেত্রে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বকশীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়, সাব-রেজিস্ট্রার কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, উপজেলা শিক্ষা কার্যালয়, উপজেলা রিসোর্স সেন্টারসহ বিভিন্ন সরকারি ওয়েবসাইটগুলোতে এখনো শেখ হাসিনার ছবি রয়েছে।
বকশীগঞ্জের ইউএনও মো. মাসুদ রানা বলেন, ‘সরকারি ওয়েব সাইটগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার কথা নয়। ওয়েবসাইটগুলো ভিজিট করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা বন কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা শিক্ষা প্রকৌশল, উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্প, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, উপজেলা পোস্ট অফিস, উপজেলা তথ্যকেন্দ্রের ওয়েবসাইটে শোভা পাচ্ছে শেখ হাসিনার ছবি।
দেওয়ানগঞ্জের ইউএনও মো. আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আমি জানি না। এখনই ওয়েবসাইটগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ইসলামপুর পৌর শহরের বাসিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সানিম বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে এখনো শেখ হাসিনার লোকজন রয়েছে। তাঁরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য এখনো বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ছয় মাস পরও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছবি সরকারি ওয়েব সাইট থেকে না সরানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
জামালপুর জেলা প্রশাসক (ডিসি) হাছিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি ওয়েবসাইটগুলোতে যদি সাবেক প্রধানমন্ত্রীর ছবি থাকে, সেটি নিতান্তই দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের ছয় মাসেও জামালপুরের ইসলামপুর, বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের সরকারি ওয়েবসাইটগুলোতে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
গত এক সপ্তাহ ধরে সবশেষ আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরকারি ওয়েব সাইটগুলো (তথ্য বাতায়ন) পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে। যার স্ক্রিনশট আজকের পত্রিকার প্রতিবেদকের কাছে রয়েছে।
ওয়েবসাইট ঘেঁটে জানা যায়, ইসলামপুর উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ), সাব-রেজিস্ট্রার কার্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজারসহ বিভিন্ন কার্যালয়ের সরকারি ওয়েবসাইটের কভার ফটোতে রয়েছে শেখ হাসিনার ছবি।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, এ উপজেলার সরকারি ওয়েব সাইডগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার বিষয়টি আমার জানা নেই। অনেক আগে ভাগেই প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের ওয়েবসাইটের তথ্যাদি হালনাগাদ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছবি সরানোর কথা বলা হয়েছে। এখনো যদি ওয়েবসাইট হালনাগাদ না করা হয়ে থাকে, সে ক্ষেত্রে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বকশীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়, সাব-রেজিস্ট্রার কার্যালয়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, উপজেলা শিক্ষা কার্যালয়, উপজেলা রিসোর্স সেন্টারসহ বিভিন্ন সরকারি ওয়েবসাইটগুলোতে এখনো শেখ হাসিনার ছবি রয়েছে।
বকশীগঞ্জের ইউএনও মো. মাসুদ রানা বলেন, ‘সরকারি ওয়েব সাইটগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার কথা নয়। ওয়েবসাইটগুলো ভিজিট করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা বন কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা শিক্ষা প্রকৌশল, উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্প, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, উপজেলা পোস্ট অফিস, উপজেলা তথ্যকেন্দ্রের ওয়েবসাইটে শোভা পাচ্ছে শেখ হাসিনার ছবি।
দেওয়ানগঞ্জের ইউএনও মো. আতাউর রহমান বলেন, ‘বিষয়টি আমি জানি না। এখনই ওয়েবসাইটগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ইসলামপুর পৌর শহরের বাসিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সানিম বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে এখনো শেখ হাসিনার লোকজন রয়েছে। তাঁরা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য এখনো বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ছয় মাস পরও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছবি সরকারি ওয়েব সাইট থেকে না সরানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
জামালপুর জেলা প্রশাসক (ডিসি) হাছিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি ওয়েবসাইটগুলোতে যদি সাবেক প্রধানমন্ত্রীর ছবি থাকে, সেটি নিতান্তই দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’
মাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
১০ মিনিট আগেখুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেরাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।
৪১ মিনিট আগেরাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে