হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী এলাকার গভীর জঙ্গল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা। হাতির পায়ে পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা তাঁদের।
নিহত ব্যক্তির নাম কোরবান আলী (৬০)। তিনি কড়ইতলী এলাকার আহমদ আলীর ছেলে। পেশায় তিনি ঠেলাগাড়ি চালক।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী এলাকার শালবনে জঙ্গলে ৪০–৪৫টি বন্য হাতির পাল অবস্থান করছে। সন্ধ্যা নামার আগেই হাতির পাল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। গত বৃহস্পতিবার সকালে কোরবান আলী শালবনে আম কুড়াতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
বনে হাতি অবস্থান করায় কেউ বনের ভেতর যেতে পারেননি। তাঁর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও কোরবান আলীকে পাওয়া যায়নি।
কড়ইতলী গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার বাড়ি থেকে আম কুড়াতে কোরবান আলী বের হন। পরে আর ফিরে আসে নাই। শালবনে হাতি অবস্থান করায় জঙ্গলের ভেতরে যাওয়া যাইনি। বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজ করা হয়েছে। কিন্তু কোথাও তাঁকে পাওয়া যায়নি। আজ সকাল ৯টার দিকে এক রাখাল গরু চড়াতে গিয়ে তাঁর লাশ দেখতে পান। শরীরের বিভিন্ন স্থানে হাতির পায়ের পিষ্টের আঘাত রয়েছে।’
ময়মনসিংহ বন বিভাগরে গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে কোরবান আলী নিখোঁজ ছিলেন। আজ জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে হাতির পায়ের আঘাত রয়েছে। আমি ঘটনাস্থালে রয়েছি। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ পেতে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হবে।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে গত বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী এলাকার গভীর জঙ্গল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা। হাতির পায়ে পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা তাঁদের।
নিহত ব্যক্তির নাম কোরবান আলী (৬০)। তিনি কড়ইতলী এলাকার আহমদ আলীর ছেলে। পেশায় তিনি ঠেলাগাড়ি চালক।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে উপজেলার সীমান্তবর্তী কড়ইতলী এলাকার শালবনে জঙ্গলে ৪০–৪৫টি বন্য হাতির পাল অবস্থান করছে। সন্ধ্যা নামার আগেই হাতির পাল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। গত বৃহস্পতিবার সকালে কোরবান আলী শালবনে আম কুড়াতে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
বনে হাতি অবস্থান করায় কেউ বনের ভেতর যেতে পারেননি। তাঁর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও কোরবান আলীকে পাওয়া যায়নি।
কড়ইতলী গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার বাড়ি থেকে আম কুড়াতে কোরবান আলী বের হন। পরে আর ফিরে আসে নাই। শালবনে হাতি অবস্থান করায় জঙ্গলের ভেতরে যাওয়া যাইনি। বিভিন্ন জায়গায় তাঁকে খোঁজ করা হয়েছে। কিন্তু কোথাও তাঁকে পাওয়া যায়নি। আজ সকাল ৯টার দিকে এক রাখাল গরু চড়াতে গিয়ে তাঁর লাশ দেখতে পান। শরীরের বিভিন্ন স্থানে হাতির পায়ের পিষ্টের আঘাত রয়েছে।’
ময়মনসিংহ বন বিভাগরে গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে কোরবান আলী নিখোঁজ ছিলেন। আজ জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে হাতির পায়ের আঘাত রয়েছে। আমি ঘটনাস্থালে রয়েছি। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ পেতে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হবে।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে গত বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৪ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগেস্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
১ ঘণ্টা আগে