নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সন্তোষ সরকার নামে এক কৃষকের ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।
কৃষক মন্তোষের দাবি, প্রতিবেশী কাঁচাধন সরকারসহ পাঁচ-ছয়জন মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুরোনো বিরোধের জেরে এমনটি করেছেন তাঁরা।
ভুক্তভোগী কৃষক সন্তোষ সরকার একই গ্রামের মৃত মনোরঞ্জন সরকারের ছেলে।
এদিকে খবর পেয়ে আজ শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম মন্তোষের চাল কুমড়ার খেতটি পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী মন্তোষ সরকার আজকের পত্রিকাকে জানান, বাড়ির পাশে দেড় একর জমিতে ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ লাগিয়েছেন তিনি। এতে তাঁর ব্যয় হয়েছে সাড়ে তিন লাখ টাকা। পরিবারের সবটুকু সঞ্চয় বাদেও ব্যয় মেটাতে কিছু টাকা ধারদেনা করতে হয়েছে। ইতিমধ্যে সবগুলো গাছে ফুল ধরেছে। কিছু গাছে ছোট ছোট কুমড়াও ধরেছে। জানুয়ারির মাঝামাঝি পুরোদমে কুমড়া বিক্রি করতে পারতেন তিনি। এতে তাঁর ১০-১২ লাখ টাকার কুমড়া বিক্রি হতো।
কৃষক সন্তোষ আরও জানান, গত বুধবার রাতে খেতের সবগুলো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকাল থেকে গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। উপায়ান্তর না দেখে থানায় অভিযোগ দিয়েছেন তিনি। তবে তাঁর ধারণা প্রতিবেশী কাঁচাধন ও কৃষ্ণচরণ পুরোনো শত্রুতার জেরে এ কাণ্ড ঘটিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে শুক্রবার কাঁচাধনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা বলছে, পুলিশের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন তিনি।
এ বিষয়ে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম শুক্রবার বিকেলে বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কৃষকের খেতটি দেখে আমি হতভম্ব হয়ে গেছি। দেড় একর জমিতে চাষ করা ২ হাজার ৫০০ গাছের সবগুলো রাতের আঁধারে গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোদে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সবগুলো গাছে ফুল ধরেছে, কোনোটায় ছোট ছোট কুমড়া ঝুলছে।
এসআই আরও বলেন, ‘যেকোনো বিবেকবান মানুষ এই দৃশ্য দেখে হতবাক হবেন। শত্রুতা মানুষের সঙ্গে থাকতে পারে, কিন্তু এভাবে গাছ কেটে দেওয়া অমানুষের কাজ। এই ক্ষতি শুধু কৃষক সন্তোষ সরকারের নয়, এলাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষক সন্তোষ থানায় অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড হওয়ার পর তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
বিষয়টি অবহিত করলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি প্রথম জানলাম। এটা আসলে এলাকার ক্ষতি হয়েছে। এমন কাজ যারা করে, তাদের কঠোর সাজা হওয়া উচিত। আমি খোঁজ নিয়ে ওই কৃষককে যথাসম্ভব সহায়তা করব।’
নেত্রকোনার কলমাকান্দায় সন্তোষ সরকার নামে এক কৃষকের ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।
কৃষক মন্তোষের দাবি, প্রতিবেশী কাঁচাধন সরকারসহ পাঁচ-ছয়জন মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুরোনো বিরোধের জেরে এমনটি করেছেন তাঁরা।
ভুক্তভোগী কৃষক সন্তোষ সরকার একই গ্রামের মৃত মনোরঞ্জন সরকারের ছেলে।
এদিকে খবর পেয়ে আজ শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম মন্তোষের চাল কুমড়ার খেতটি পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী মন্তোষ সরকার আজকের পত্রিকাকে জানান, বাড়ির পাশে দেড় একর জমিতে ২ হাজার ৫০০ চালকুমড়ার গাছ লাগিয়েছেন তিনি। এতে তাঁর ব্যয় হয়েছে সাড়ে তিন লাখ টাকা। পরিবারের সবটুকু সঞ্চয় বাদেও ব্যয় মেটাতে কিছু টাকা ধারদেনা করতে হয়েছে। ইতিমধ্যে সবগুলো গাছে ফুল ধরেছে। কিছু গাছে ছোট ছোট কুমড়াও ধরেছে। জানুয়ারির মাঝামাঝি পুরোদমে কুমড়া বিক্রি করতে পারতেন তিনি। এতে তাঁর ১০-১২ লাখ টাকার কুমড়া বিক্রি হতো।
কৃষক সন্তোষ আরও জানান, গত বুধবার রাতে খেতের সবগুলো গাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সকাল থেকে গাছ শুকিয়ে যেতে শুরু করেছে। উপায়ান্তর না দেখে থানায় অভিযোগ দিয়েছেন তিনি। তবে তাঁর ধারণা প্রতিবেশী কাঁচাধন ও কৃষ্ণচরণ পুরোনো শত্রুতার জেরে এ কাণ্ড ঘটিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে শুক্রবার কাঁচাধনের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা বলছে, পুলিশের খবর পেয়ে গা ঢাকা দিয়েছেন তিনি।
এ বিষয়ে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম শুক্রবার বিকেলে বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কৃষকের খেতটি দেখে আমি হতভম্ব হয়ে গেছি। দেড় একর জমিতে চাষ করা ২ হাজার ৫০০ গাছের সবগুলো রাতের আঁধারে গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোদে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। সবগুলো গাছে ফুল ধরেছে, কোনোটায় ছোট ছোট কুমড়া ঝুলছে।
এসআই আরও বলেন, ‘যেকোনো বিবেকবান মানুষ এই দৃশ্য দেখে হতবাক হবেন। শত্রুতা মানুষের সঙ্গে থাকতে পারে, কিন্তু এভাবে গাছ কেটে দেওয়া অমানুষের কাজ। এই ক্ষতি শুধু কৃষক সন্তোষ সরকারের নয়, এলাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় কৃষক সন্তোষ থানায় অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড হওয়ার পর তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’
বিষয়টি অবহিত করলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি প্রথম জানলাম। এটা আসলে এলাকার ক্ষতি হয়েছে। এমন কাজ যারা করে, তাদের কঠোর সাজা হওয়া উচিত। আমি খোঁজ নিয়ে ওই কৃষককে যথাসম্ভব সহায়তা করব।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৭ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৮ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১০ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১১ ঘণ্টা আগে