Ajker Patrika

কলমাকান্দায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৩, ২০: ৫২
কলমাকান্দায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দায় গাছের ডাল থেকে স্বপ্না আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার পোগলা গ্রামের একটি জঙ্গলে জারুইগাছের ডালে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় স্বপ্নার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত স্বপ্না আক্তার ওই গ্রামের মানিক মিয়ার মেয়ে। সে এবার দাখিল পরীক্ষা দিয়েছে। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় পরিবারের লোকজনের অজান্তে নিজ বাড়ি থেকে বের হয়ে যায় স্বপ্না আক্তার। বাড়ির লোকজন তাকে বাড়িতে দেখতে না পেয়ে আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে নিজ বাড়ির উত্তর-পশ্চিম পাশে একটি জঙ্গলে শিশুরা খেলাধুলা করতে গিয়ে জারুইগাছের ডালের ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় স্বপ্না আক্তারকে দেখতে পায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত