জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে ছাত্রলীগের প্রোগ্রামে ডাকাকে কেন্দ্র করে হলের কক্ষের দরজা ভেঙে শিক্ষার্থীকে মারামারি ও জখমের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষে অবস্থানরত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ আহমেদ (ডায়মন্ড) আহত হন।
খোঁজ নিয়ে জানা গেছে, মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু হলের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী তৌহিদের সঙ্গে বিবাদে জড়ায় হলের কয়েক জন জুনিয়র ছাত্রলীগ কর্মী। এর জেরেই জুমআর নামাজের পর তার উপর হামলা করে তাঁরা। এ সময় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা করা হয়। এতে শারীরিকভাবে জখম হন এবং মাথায় আঘাত পান ডায়মন্ড। পরে তাঁকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তার মাথার অঘাতে ৩টি সেলাই করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আক্রান্ত ডায়মন্ড কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘এ ব্যাপারে উপাচার্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। হল প্রশাসনের দ্বায়িত্বে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে এই ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে জানতে চাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল তদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে। আর বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করে সবচেয়ে বড় অপরাধ করেছে। আর আমরা ঘটনাস্থলে গিয়ে রক্ত দেখতে পেয়েছি। এই ঘটনায় দ্রুত অভিযুক্তদের তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে ছাত্রলীগের প্রোগ্রামে ডাকাকে কেন্দ্র করে হলের কক্ষের দরজা ভেঙে শিক্ষার্থীকে মারামারি ও জখমের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষে অবস্থানরত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ আহমেদ (ডায়মন্ড) আহত হন।
খোঁজ নিয়ে জানা গেছে, মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু হলের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী তৌহিদের সঙ্গে বিবাদে জড়ায় হলের কয়েক জন জুনিয়র ছাত্রলীগ কর্মী। এর জেরেই জুমআর নামাজের পর তার উপর হামলা করে তাঁরা। এ সময় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা করা হয়। এতে শারীরিকভাবে জখম হন এবং মাথায় আঘাত পান ডায়মন্ড। পরে তাঁকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তার মাথার অঘাতে ৩টি সেলাই করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আক্রান্ত ডায়মন্ড কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘এ ব্যাপারে উপাচার্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। হল প্রশাসনের দ্বায়িত্বে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে এই ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে জানতে চাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল তদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে। আর বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করে সবচেয়ে বড় অপরাধ করেছে। আর আমরা ঘটনাস্থলে গিয়ে রক্ত দেখতে পেয়েছি। এই ঘটনায় দ্রুত অভিযুক্তদের তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।’
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৯ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪৩ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে