জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী থেকে অপহরণের ৭৫ দিন পর রাজধানীর একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে নুহাশ আজিজ নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (১০ জুন) ঢাকার একটি নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরের সদস্যরা। পরে রাতেই স্কুলছাত্র নুহাশ আজিজকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন অস্থায়ী সেনাশিবিরের ২৬ নম্বর বাংলাদেশ পদাতিক বাহিনীর কর্মকর্তা শাহরিয়ার তালুকদার রিফাত।
সেনা শিবির সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ সাইদা দিল আফরোজ ও তার জামাতা লিটন অধিকারী কৌশলে ঢাকার উত্তরার কামারপাড়ার একটি ভাড়া বাসা থেকে নবম শ্রেণির ছাত্র নুহাশ আজিজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। এরপর তাকে অপহরণ করে ‘মাদকাসক্ত’ দেখিয়ে ঢাকার গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখেন।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। পরে ছাত্রটির মা শামীমা আফরোজ ঢাকার উত্তরা পশ্চিম থানায় এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক অভিযোগ করেন। দীর্ঘদিনেও সন্ধান না পাওয়ায় তিনি জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরে একটি লিখিত অভিযোগ দেন।
পরে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। পরিবার ও সেনাবাহিনীর সহায়তায় গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর রাতেই তাকে তারাকান্দি সেনা শিবিরে নেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, ‘অপহরণের অভিযোগ পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে উদ্ধার করেছি এবং নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি।’
জামালপুরের সরিষাবাড়ী থেকে অপহরণের ৭৫ দিন পর রাজধানীর একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে নুহাশ আজিজ নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (১০ জুন) ঢাকার একটি নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরের সদস্যরা। পরে রাতেই স্কুলছাত্র নুহাশ আজিজকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন অস্থায়ী সেনাশিবিরের ২৬ নম্বর বাংলাদেশ পদাতিক বাহিনীর কর্মকর্তা শাহরিয়ার তালুকদার রিফাত।
সেনা শিবির সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ সাইদা দিল আফরোজ ও তার জামাতা লিটন অধিকারী কৌশলে ঢাকার উত্তরার কামারপাড়ার একটি ভাড়া বাসা থেকে নবম শ্রেণির ছাত্র নুহাশ আজিজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। এরপর তাকে অপহরণ করে ‘মাদকাসক্ত’ দেখিয়ে ঢাকার গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখেন।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। পরে ছাত্রটির মা শামীমা আফরোজ ঢাকার উত্তরা পশ্চিম থানায় এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক অভিযোগ করেন। দীর্ঘদিনেও সন্ধান না পাওয়ায় তিনি জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরে একটি লিখিত অভিযোগ দেন।
পরে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। পরিবার ও সেনাবাহিনীর সহায়তায় গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর রাতেই তাকে তারাকান্দি সেনা শিবিরে নেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, ‘অপহরণের অভিযোগ পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে উদ্ধার করেছি এবং নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে