Ajker Patrika

কলমাকান্দায় ১৭০ বোতল ভারতীয় মদসহ আটক ৩ 

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২: ০১
কলমাকান্দায় ১৭০ বোতল ভারতীয় মদসহ আটক ৩ 

নেত্রকোনার কলমাকান্দায় ১৭০ বোতল ভারতীয় মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে খারনৈ ইউনিয়নের বরদল এলাকার তিন রাস্তা মোড় থেকে তাঁদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন। 

আটক ব্যক্তিরা হলেন খারনৈ ইউনিয়নের বাউসাম বৈঠাখালী গ্রামের শাহালমের ছেলে মো. খাইরুল (২২), একই এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে সুমন ইসলাম (২৩) ও মানিক মিয়ার ছেলে মো. মনির (২১)। 

পুলিশ জানায়, শনিবার ভোরে কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে একটি গাড়িতে করে মাদক নিয়ে আসা হচ্ছে এমন গোপন খবরে কলমাকান্দা থানার ওসি আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি দল বরদল তিন রাস্তা মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাতে থাকে। একপর্যায়ে নীল রঙের নাম্বারবিহীন একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পিকআপের পেছনে ফলের বাক্সে অভিনব কায়দায় লুকানো ১৭০ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। তখন পিকআপে থাকা তিনজনকে আটক করা হয়। 

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, আটককৃতরা বিশেষ কায়দায় মাদক পাচার করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত