Ajker Patrika

জামালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ১৪
জামালপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জামালপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন প্রণয় কান্তি দাস। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত হওয়ার পর জামালপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ 

ওই শিক্ষার্থীর নাম মো. রোহান (১৭)। সে পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকার মো. আজিজল হকের ছেলে। 

রোহানের পরিবার বলছে, পাঁচ দিন আগে রোহান জ্বরে আক্রান্ত হয়। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। অবস্থা সংকটাপন্ন হলে গত রোববার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে মারা গেছে রোহান।

এদিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ১০ জন, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছে। 

এ পর্যন্ত পুরো জেলায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত