জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া এলাকায় প্রেমিকের বাড়ির সামনের গাছ থেকে সাবিনা ইয়াসমিন (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে হত্যার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন ওই নারীর মা।
আজ রোববার দুপুর ১২টার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সাবিনা ইয়াসমিন উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাইটাকামারী এলাকার মৃত আব্দুল বাছেদের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। অন্যদিকে অভিযুক্ত প্রেমিকের নাম আলামিন (৩৫)। তিনি দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া গ্রামের সেকান্দর আলী ছেলে এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন আলামিনের সঙ্গে সাবিনা প্রেমের সম্পর্ক চলে আসছিল। গতকাল শনিবার বিকেলে সাবিনা ইয়াসমিন প্রেমিক আলামিনের বাড়িতে গেলে তিনিসহ তাঁর পরিবারের সদস্যরা তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এরপর আজ রোববার সকালে আলামিনের বাড়ির সামনে জামগাছের সঙ্গে সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়। এ ঘটনায় সাবিনার মা বাদী হয়ে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে আলামিনসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
সাবিনার মা হাসি বেগম বলেন, ‘আলামিন আমার মেয়েকে বিয়ে করার কথা দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছে। গতকাল শনিবার আমার মেয়ে তাদের বাড়িতে গেলে আলামিনসহ তার পরিবারের লোকজন মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর আর আমার মেয়ের কোনো খোঁজ পাইনি। আজ দুপুরে আলমিনের বাড়ির পাশে জামগাছে মেয়ের লাশ দেখতে পাই। আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার দাবি করছি।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সাবিনা ইয়াসমিন নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর আলামিনের পরিবারের লোকজন পলাতক রয়েছে। তবে আলামিনের বাবা সেকান্দর আলীকে আটক করা হয়েছে।
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া এলাকায় প্রেমিকের বাড়ির সামনের গাছ থেকে সাবিনা ইয়াসমিন (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে হত্যার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন ওই নারীর মা।
আজ রোববার দুপুর ১২টার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
সাবিনা ইয়াসমিন উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাইটাকামারী এলাকার মৃত আব্দুল বাছেদের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন। অন্যদিকে অভিযুক্ত প্রেমিকের নাম আলামিন (৩৫)। তিনি দিগপাইত ইউনিয়নের হবদেশ ডোয়াইলপাড়া গ্রামের সেকান্দর আলী ছেলে এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন আলামিনের সঙ্গে সাবিনা প্রেমের সম্পর্ক চলে আসছিল। গতকাল শনিবার বিকেলে সাবিনা ইয়াসমিন প্রেমিক আলামিনের বাড়িতে গেলে তিনিসহ তাঁর পরিবারের সদস্যরা তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এরপর আজ রোববার সকালে আলামিনের বাড়ির সামনে জামগাছের সঙ্গে সাবিনা ইয়াসমিনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়। এ ঘটনায় সাবিনার মা বাদী হয়ে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এতে আলামিনসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
সাবিনার মা হাসি বেগম বলেন, ‘আলামিন আমার মেয়েকে বিয়ে করার কথা দিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছে। গতকাল শনিবার আমার মেয়ে তাদের বাড়িতে গেলে আলামিনসহ তার পরিবারের লোকজন মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর আর আমার মেয়ের কোনো খোঁজ পাইনি। আজ দুপুরে আলমিনের বাড়ির পাশে জামগাছে মেয়ের লাশ দেখতে পাই। আমি আমার মেয়ের হত্যাকারীদের বিচার দাবি করছি।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সাবিনা ইয়াসমিন নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা হাসি বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর আলামিনের পরিবারের লোকজন পলাতক রয়েছে। তবে আলামিনের বাবা সেকান্দর আলীকে আটক করা হয়েছে।
পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাস ও অটোরিকশাসহ অন্তত ১২টি গাড়ি যান পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার আউশকান্দিতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকার উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
২ ঘণ্টা আগেমাদকের কারবার, কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ, ব্যক্তি আক্রোশ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সন্ত্রাসী গ্রুপের বিরোধে খুলনা নগরীতে বাড়ছে বিভিন্ন অপরাধ। গত ১১ মাসে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটটি থানায় ৩০টির বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
৮ ঘণ্টা আগে