Ajker Patrika

নেত্রকোনায় লরি-লেগুনা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনায় মোটরসাইকেল, লরি ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা-আটপাড়া সড়কের নেত্রকোনা সদর উপজেলার পঞ্চাননপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (২৮) ও একই গ্রামের রতন ফকিরের ছেলে মো. শাহপরান। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, নেত্রকোনা সদর থেকে মোটরসাইকেলে চড়ে দুজন বাড়ির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পঞ্চাননপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা ও সেখানে থাকা লরির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী জাকির হোসেন। গুরুতর আহত শাহপরানকে স্থানীয়রা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি আরও বলেন, লেগুনাটি জব্দ করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দুজনের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত