Ajker Patrika

নিখোঁজের একদিন পর বিল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর) 
নিখোঁজের একদিন পর বিল থেকে যুবকের লাশ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর বিল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম হযরত আলী। তিনি উপজেলার মরিচপুরান ইউনিয়নের উত্তর বাঁশকান্দা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সোমবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের উলুয়ারকান্দা বিল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও নিহত হযরতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হযরত আলী বাড়ি থেকে নালিতাবাড়ী শহরের উদ্দেশে বের হন। রাতে বাড়ি না ফেরায় হযরতকে তাঁর পরিবারের লোকজন বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবে তাঁকে পাওয়া যায়নি। হযরতের মুঠোফোনটিও বন্ধ ছিল। এতে সোমবার দুপুরে হযরতের ছোট ভাই আবু নাছের নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

পরে সোমবার বিকেলে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার কুতিকুড়া গ্রামের উলুয়ারকান্দা বিলে এলাকাবাসী হযরতের লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে হালুয়াঘাট থানায় নিয়ে যায়। এ বিষয়ে সন্ধ্যায় হযরতের ছোট ভাই আবু নাছের হালুয়াঘাট থানায় মামলা করতে যান। 

জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, হযরত নিখোঁজ হওয়ার বিষয়ে তাঁর ছোট ভাই সোমবার দুপুরে থানায় জিডি করেন। পরে হযরতের লাশ হালুয়াঘাট উপজেলার উলুয়ারকান্দা বিল থেকে উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত