Ajker Patrika

ওরসে গান শুনতে গিয়ে দ্বন্দ্ব, ছুরি দিয়ে কিশোরকে হত্যা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ওরসে গান শুনতে গিয়ে দ্বন্দ্ব, ছুরি দিয়ে কিশোরকে হত্যা

ময়মনসিংহের নান্দাইলে দ্বন্দ্বের জের ধরে ছুরিকাঘাতে সজিব (১৭) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের মাজার বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। খুনের ঘটনায় সন্দেহভাজন ২ জনকে আটক করেছে নান্দাইল থানা-পুলিশ।

নিহত সজিব একই ইউনিয়নের দত্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, মোয়াজ্জেমপুর সৈয়দগাঁও শাহগুরুন বুড়াপীর (রা) মাজারে ওরসে গানের কাফেলায় গান শুরু হয়। গানের কাফেলায় গান শোনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কা-ধাক্কি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সজিব মিয়া বাড়িতে আসার পথে প্রতিপক্ষ কিশোর তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘দুই কিশোরের দ্বন্দ্বে এমন হত্যাকাণ্ড ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত