Ajker Patrika

ধাক্কা মেরে মোটরসাইকেল নিয়ে খেতে পড়ল ট্রাক্টর, নিহত ১ 

নেত্রকোনা প্রতিনিধি
ধাক্কা মেরে মোটরসাইকেল নিয়ে খেতে পড়ল ট্রাক্টর, নিহত ১ 

নেত্রকোনার আটপাড়ায় ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ ট্রাক্টর সড়ক থেকে খেতে পড়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আজ রোববার বিকেলে উপজেলার তেলিগাতী এলাকায় নেত্রকোনা-মদন সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হলেন দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক মো. মোজাম্মেল (৩০)। তিনি আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের সন্তু মিয়ার ছেলে। আহত রাজন একই গ্রামের বাসিন্দা, তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আ. রহিম। তিনি বলেন, ‘ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

নিহত মোজাম্মেলের ভাতিজা সেলিম মিয়া জানান, আজ বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে তেলিগাতী বাজারে যাচ্ছিলেন মোজাম্মেল ও রাজন। বাজারের কাছে নেত্রকোনা থেকে আসা একটি ট্রাক্টর তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা মেরে সড়কের পাশের খেতে নিয়ে পড়ে যায়। 

দুর্ঘটনাস্থলেই মোজাম্মেল মারা যান। স্থানীয়রা রাজনকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। অবস্থা খারাপ হওয়ায় পরে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। রাজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সেলিম মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত