নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহে নান্দাইলে উপজেলায় প্রতিবেশী শাওন মিয়ার আছাড়ে ৭ দিন পর মৃত্যুর এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে নিহত শিশু মো. ইমরান হোসেনের (৯) মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে শিশুটি মারা যায়।
গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলার রাজগাতি ইউনিয়নের ভিলভাদেরা গ্রামে এ ঘটনা ঘটে। ইমরান হোসেন ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে। সে দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
ইমরানের চাচা লিটন মিয়া আজকের পত্রিকাকে জানান, গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বৃষ্টির মধ্যে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে ইমরান খেলা করছিল ৷ শিশুদের হই-হুল্লোড় চিৎকারে বিরক্ত হয়ে শাওন সবাইকে ধাওয়া দেয়। এতে সবাই পালিয়ে গেলেও ইমরানকে ধরে ফেলেন। রাগের মাথায় ইমরানকে মাথার ওপর থেকে আছাড় দেন। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপরও শাওন লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন ইমরানকে।
লিটন মিয়া আরও জানান, ইমরানকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করালেও সুস্থ হয়ে ওঠেনি। গতকাল রাতে ইমরানের শারীরিক অবস্থা অবনতি হয়ে পড়ে। পরে তাকে নান্দাইল সদরে এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে পরামর্শ দেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে ইমরানের মৃত্যু হয়।
গতকাল রাতেই ইমরানের মরদেহ নিয়ে তাঁর পরিবার নান্দাইল মডেল থানায় যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ। তিনি বলেন, ‘মৃত শিশুকে নিয়ে স্বজনেরা গভীর রাতে থানায় আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে অভিযুক্ত শাওন মিয়া পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ তাঁর বাবা শফিকুল মিয়া এ বিষয়ে কথা বলতে রাজি হননি ৷
ময়মনসিংহে নান্দাইলে উপজেলায় প্রতিবেশী শাওন মিয়ার আছাড়ে ৭ দিন পর মৃত্যুর এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে নিহত শিশু মো. ইমরান হোসেনের (৯) মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে শিশুটি মারা যায়।
গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলার রাজগাতি ইউনিয়নের ভিলভাদেরা গ্রামে এ ঘটনা ঘটে। ইমরান হোসেন ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে। সে দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
ইমরানের চাচা লিটন মিয়া আজকের পত্রিকাকে জানান, গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বৃষ্টির মধ্যে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে ইমরান খেলা করছিল ৷ শিশুদের হই-হুল্লোড় চিৎকারে বিরক্ত হয়ে শাওন সবাইকে ধাওয়া দেয়। এতে সবাই পালিয়ে গেলেও ইমরানকে ধরে ফেলেন। রাগের মাথায় ইমরানকে মাথার ওপর থেকে আছাড় দেন। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপরও শাওন লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন ইমরানকে।
লিটন মিয়া আরও জানান, ইমরানকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করালেও সুস্থ হয়ে ওঠেনি। গতকাল রাতে ইমরানের শারীরিক অবস্থা অবনতি হয়ে পড়ে। পরে তাকে নান্দাইল সদরে এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে পরামর্শ দেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে ইমরানের মৃত্যু হয়।
গতকাল রাতেই ইমরানের মরদেহ নিয়ে তাঁর পরিবার নান্দাইল মডেল থানায় যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ। তিনি বলেন, ‘মৃত শিশুকে নিয়ে স্বজনেরা গভীর রাতে থানায় আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে অভিযুক্ত শাওন মিয়া পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ তাঁর বাবা শফিকুল মিয়া এ বিষয়ে কথা বলতে রাজি হননি ৷
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় মামলার আসামি ছাত্রলীগ নেতা নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কাঁচপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসির উদ্দীন উপজেলার কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
৭ মিনিট আগেপিরোজপুরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া শত বছরের পুরোনো ভাড়ানি খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। পৌর শহরের বুক চিড়ে বয়ে চলা দুই কিলোমিটার দীর্ঘ এ খালের দুই পাশজুড়ে...
১৮ মিনিট আগেভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক রিয়াজ হোসেন (২০) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কুসুমপুর বিওপির পিপুলবাড়িয়া সীমান্তে গুলিতে তিনি আহত হন। আহত রিয়াজ উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
২০ মিনিট আগেনরসিংদীর পলাশ ও শিবপুর উপজেলায় পৃথক দুই পুকুর থেকে হাবিব মিয়া (১২) ও সিফাত (৮) নামের দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৭ মিনিট আগে