Ajker Patrika

ব্যাটারি চুরির জন্য অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
ব্যাটারি চুরির জন্য অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে অটোরিকশাচালক মো. নাজমুল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মাসুদ ওরফে মামুনকে নারায়ণগঞ্জের লামাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে জামালপুর পিবিআই। গতকাল সোমবার রাত ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ১২ মার্চ সকালে সাড়ে ৮টা দিকে বিল থেকে নাজমুল হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমুল হোসেন মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশের জানায়, নাজমুল শনিবার রাতে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হলে মহিরামপুল থেকে মাসুদ ওরফে মামুন ব্যাটারি চুরির উদ্দেশ্য অটোরিকশা ভাড়া করে। পরে তাকে হত্যা করে লাশ বিলের পানিতে ফেলে ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। ব্যাটারি বিক্রির পর সে নারায়ণগঞ্জে পালিয়ে যায়।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার সালাহউদ্দীন বলেন, মেলান্দহ উপজেলার বাগবাড়ী এলাকার বিল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধারের খবরে পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করি। তদন্তে হত্যার মূল আসামিকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সে হত্যার কথা স্বীকার করেছে। ব্যাটারি চুরির করার জন্য নাজমুলকে হত্যা করেছে মাসুদ ওরফে মামুন।

নামজুলের পরিবার হত্যাকারীর ফাঁসি দাবি করেছে। এই ঘটনায় নাজমুল হোসেনের বাবা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মেলান্দহ থানায় একটি মামলা করেছেন। পিবিআই জানিয়েছেন, আসামিকে মেলান্দহ থানায় সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত