ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে কিশোরী ফুটবলার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালের ফাঁসির দাবি ও তাঁর দুই সহযোগী আল-আমিন এবং অজ্ঞাতজনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন উপজেলার স্কুল–কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত ফয়সালের ফাঁসিসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় তারা সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী শান্তা ইসলাম, সাথী আক্তার, সায়মন আহম্মেদ, মদিনা আক্তার এবং আল-আমিন রাসেলসহ আরও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজের পেছনে ডেকে নিয়ে ফুটবলার কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় আলামিন নামের এক যুবক ও অজ্ঞাত একজনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ওঠে। এ ঘটনার পরদিন ২৩ এপ্রিল ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে ওয়াহিদুল আলম ফয়সাল ফকির ও তাঁর দুই সহযোগীকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন। তবে, ওই কিশোরী ফুটবলারের অভিযোগ ২৫ এপ্রিল পুলিশ ধর্ষণ মামলা রুজু না করে ধর্ষণ চেষ্টার মামলা রুজু করে। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ২৭ এপ্রিল ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলাটি সংশোধন করে ধর্ষণ মামলা নেয় পুলিশ। নান্দাইল থানা থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ফয়সালকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘মামলাটি গুরুত্ব সহকারে আমরা নিয়েছি। আল-আমিনসহ অজ্ঞাত আসামিকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে ডিবির একটি টিম মাঠে কাজ করছে। আশা করছি অচিরেই তারা গ্রেপ্তার হবে।’
ময়মনসিংহের নান্দাইলে কিশোরী ফুটবলার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালের ফাঁসির দাবি ও তাঁর দুই সহযোগী আল-আমিন এবং অজ্ঞাতজনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন উপজেলার স্কুল–কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত ফয়সালের ফাঁসিসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় তারা সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী শান্তা ইসলাম, সাথী আক্তার, সায়মন আহম্মেদ, মদিনা আক্তার এবং আল-আমিন রাসেলসহ আরও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজের পেছনে ডেকে নিয়ে ফুটবলার কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় আলামিন নামের এক যুবক ও অজ্ঞাত একজনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ওঠে। এ ঘটনার পরদিন ২৩ এপ্রিল ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে ওয়াহিদুল আলম ফয়সাল ফকির ও তাঁর দুই সহযোগীকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন। তবে, ওই কিশোরী ফুটবলারের অভিযোগ ২৫ এপ্রিল পুলিশ ধর্ষণ মামলা রুজু না করে ধর্ষণ চেষ্টার মামলা রুজু করে। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ২৭ এপ্রিল ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলাটি সংশোধন করে ধর্ষণ মামলা নেয় পুলিশ। নান্দাইল থানা থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ফয়সালকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘মামলাটি গুরুত্ব সহকারে আমরা নিয়েছি। আল-আমিনসহ অজ্ঞাত আসামিকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে ডিবির একটি টিম মাঠে কাজ করছে। আশা করছি অচিরেই তারা গ্রেপ্তার হবে।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
৭ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
৯ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৬ মিনিট আগে