Ajker Patrika

সেতুর রেলিং ভেঙে লরি খাদে, চালকের সহকারী নিহত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
সেতুর রেলিং ভেঙে লরি খাদে, চালকের সহকারী নিহত

নেত্রকোনার কলমাকান্দায় সেতুর রেলিং ভেঙে লরি খাদে পড়ে গেলে চালকের সহকারী শাহ আলম (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় লরিচালক রতন মিয়া (২৮) গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কলমাকান্দা-বিশরপাশা সড়কের গিলাচৌকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শাহ আলম উপজেলা সদরের চানপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। আহত রতন মিয়া চিনাহালা গ্রামের আবুল কাসেমের ছেলে।

জানা গেছে, কলমাকান্দা সদরের কালিহালা এলাকার ইটভাটা থেকে ইটভর্তি লরি গিলাচৌকার উদ্দেশে রওনা হয়। পথে সেতু পার হওয়ার সময় রেলিং ভেঙে লরিটি নিচে খাদে পড়ে যায়। এ সময় চালকের সহকারী শাহ আলম ঘটনাস্থলেই মারা যান। লরিচালক রতন মিয়া গুরুতর আহত হন। 

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শাহ আলমের লাশ উদ্ধার করেছে। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত