Ajker Patrika

৭ বছর আত্মগোপনে থাকা যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
আপডেট : ২২ জুন ২০২৩, ১৭: ১০
৭ বছর আত্মগোপনে থাকা যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

সাত বছর আত্মগোপনে থাকার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার আসামি মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সদর উপজেলার হরিণাকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেন (৮০) উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের চাঁনপুর হরিণাকান্দা এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে।

পরে জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দীন তার সভাকক্ষে এক বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ও এনামুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার পরোয়ানাভুক্ত পলাতক এ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালান।

অভিযানের সময় গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তিনি গ্রেপ্তার এড়াতে আট বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিল মাসে বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী বাদী হয়ে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে একটি মামলা দায়ের করেন। যা পরবর্তী সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর হয়। পরে ওই বছরের ৯ ডিসেম্বর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত