Ajker Patrika

নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। আজ শনিবার সকালে উপজেলার পেরির চর গ্রামের সামনে থাকা পেরির বিলে তাদের দগ্ধ লাশ দেখতে পায় এলাকাবাসী। শুক্রবার বেলা ৩টার দিকে পেরির বিলে বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরির চর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) এবং একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ (১৮)। সম্পর্কে তাঁরা মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির সামনে পেরির বিলে মাছ ধরতে যান পাপ্পু ও তানজিদ। বিকালে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দিন শেষে তারা বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন বিলে তাঁদের খোঁজে বের হন। পরে শনিবার সকালে পেরির বিলের একটি গাছের পাশে তাঁদের লাশ দেখতে পায় এলাকাবাসী। তাদের শরীরের বিভিন্ন জায়গায় বজ্রপাতে পোড়ার চিহ্ন রয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তাঁদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত