Ajker Patrika

ভাবিকে গলা কেটে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
দণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া। ছবি: আজকের পত্রিকা
দণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার পূর্বধলায় চাচাতো ভাইয়ের স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। মামলার সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাসেম এই তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া (২৮) পূর্বধলা উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। হত্যার শিকার লিপি আক্তার (৩০) একই গ্রামের মো. আজিজুল ইসলামের স্ত্রী।

পিপি হাসেম বলেন, লিপির স্বামী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি করেন। গ্রামের বাড়িতে একা থাকতেন লিপি। এই সুযোগে তাঁকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন রাসেল। এতে লিপি রাজি না হওয়ায় তিনি ক্ষিপ্ত হন। তিনি ২০২০ সালে ৩ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এন্টিকাটার দিয়ে গলা কেটে লিপিকে হত্যা করেন।

এই ঘটনায় লিপির বড় বোন ফেরদৌসী বেগম রাসেলকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ জন সাক্ষ্য দেওয়ার পাশাপাশি আসামি রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রাসেলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বলে জানান পিপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত