Ajker Patrika

ময়মনসিংহে কিশোরী ফুটবলারকে ধর্ষণ, এসআই প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫: ০৯
ময়মনসিংহে কিশোরী ফুটবলারকে ধর্ষণ, এসআই প্রত্যাহার

ময়মনসিংহের নান্দাইলে কিশোরী ফুটবলারকে ধর্ষণের ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ও এসআই জাহিদ হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা ও এসআই জাহিদ হাসানকে প্রত্যাহার করা হয়। 

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টার মামলার তদন্ত কর্মকর্তা ও এসআই জাহিদ হাসানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’ 

এর আগে গতকাল বৃহস্পতিবার আসামি সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিনে ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে নাকি ধর্ষণের চেষ্টা করা হয়েছে, সে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও জবানবন্দি দেন আদালতে। 

উল্লেখ্য, গত শুক্রবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর শহরের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পেছনে ওই ফুটবলার কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের বিরুদ্ধে। 

এ ঘটনায় শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে ওয়াহিদুল আলম ফয়সাল ফকির ও তাঁর দুই সহযোগীকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন। তবে, ওই কিশোরী ফুটবলারের অভিযোগ, গত সোমবার (২৫ এপ্রিল) পুলিশ ধর্ষণ মামলা রুজু না করে ধর্ষণচেষ্টার মামলা রুজু করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত